Jalpaiguri News: রক্ত শূন্যতায় ভুগছে জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
চরম রক্ত সংকট, দিশেহারা রোগীর আত্মীয় পরিজনেরা,সমস্যা মেটাতে৩ টি স্বেচ্ছা সেবী সংগঠনকে বৈঠকে ডাক, স্বাস্থ্য দফতরের। পুজোর মরসুম শুরু হতেই জলপাইগুড়ি তথা আশপাশের দুটি জেলার ভরসা জলপাইগুড়ি ব্লাড ব্যাঙ্কে দেখা দিয়েছে চরম রক্ত সংকট।
#জলপাইগুড়ি : চরম রক্ত সংকট, দিশেহারা রোগীর আত্মীয় পরিজনেরা,সমস্যা মেটাতে৩ টি স্বেচ্ছা সেবী সংগঠনকে বৈঠকে ডাক, স্বাস্থ্য দফতরের। পুজোর মরসুম শুরু হতেই জলপাইগুড়ি তথা আশপাশের দুটি জেলার ভরসা জলপাইগুড়ি ব্লাড ব্যাঙ্কে দেখা দিয়েছে চরম রক্ত সংকট। এর ফলে নাজেহাল অবস্থা বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি রোগীর আত্মীয় পরিজনদের। কিন্তু কেনো এই দুরবস্থা?
বার বার প্রশাসনের কাছে প্রশ্ন তুললেন ব্লাড ব্যাঙ্কে এসে রক্ত না পাওয়া উজ্জ্বল ঘোষ। অপরদিকে জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন জলপাইগুড়ির সম্পাদক অংকুর দাস, বলেন, গত দু বছর থেকে স্বাস্থ্য বিভাগ এই বিষয়ে উদাসীন, সোমবার স্বাস্থ্য দফতর এই রক্ত সংকট মেটাতে একটি বৈঠক করে, যাতে এই জেলার ৩০০ টি স্বেচ্ছা সেবী সংগঠন থাকলেও মাত্র ৩ টি সংস্থাকে ডাকা হয়, এটা কিসের ইঙ্গিত?
advertisement
আরও পড়ুনঃ নিয়মকে বুড়ো আঙুল! জেলা জুড়ে চলছে বেআইনি বালি তোলার কাজ!
সেখানকার এক ব্লাড ব্যাঙ্কের স্বাস্থ্যকর্মী জানান, "ব্যাঙ্কের রক্তের সংকট চলছে বিগত কিছুদিন ধরে। রক্ত নেই বললেই চলে। যে পরিমাণ রক্ত রয়েছে সেটা কার্ড বা অথবা রক্তের বদলে রক্ত দেওয়া হবে। রক্ত সংকট দূর করতে এগিয়ে আসতে হবে স্বেচ্ছাসেবী সংস্থাকে।" পুজোর জন্য আগের মতো ক্লাবগুলিতেও তেমনভাবে রক্তের ক্যাম্প হয়নি শহর জলপাইগুড়িতে। তাই এই সংকট বলেই মনে করা হচ্ছে।
advertisement
advertisement
Surajit Dey
view commentsLocation :
First Published :
October 19, 2022 6:17 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: রক্ত শূন্যতায় ভুগছে জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক