TRENDING:

Jalpaiguri: বেহাল নিকাশি ব্যবস্থা! চরম সমস্যায় বানারহাটবাসী

Last Updated:

বেহাল নিকাশির জ্বালায় জলযন্ত্রণায় বানারহাটবাসী। আন্দোলন বিক্ষোভেও ফল না মেলায় বিরক্ত এলাকায় স্থানীয়রা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়ি : বেহাল নিকাশির জ্বালায় জলযন্ত্রণায় বানারহাটবাসী। আন্দোলন বিক্ষোভেও ফল না মেলায় বিরক্ত এলাকায় স্থানীয়রা। গত দুদিন থেকে শুরু হয়েছে ডুয়ার্সের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আর যার জেরে জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা।কিন্তু নিকাশিনালার অব্যবস্থার মূল্য যেন সবচেয়ে বেশি দিয়ে হচ্ছে বানারহাটের চামুচি মোড় এলাকার বাসিন্দাদের। চা বাগানের বয়ে আসা জল জমে যাচ্ছে এলাকায়। জলবন্দী পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বানারহাটে। একে তো তুমুল বৃষ্টি তার ওপর নিকাশী ব্যবস্থার দুরবস্থায় নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে।
advertisement

 

 

এদিকেপাহাড় সমতল মিলিয়ে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। ভুটান থেকে নেমে আসছে জল। আংরাভাষা নদীর জল ফুলে ফেঁপে ওঠায় জলমগ্ন হয়ে পড়েছে গয়েরকাটার জ্যোতির্ময় কলোনি। কিন্তু ভালো নিকাশীর জন্য অনেক জায়গাতেই জল নেমে গিয়েছে। ড্রেনের বেহাল অবস্থার জন্য চামুর্চি মোড় এলাকার বাসিন্দাদের জলবন্দী অবস্থায় থাকতে হচ্ছে।

advertisement

View More

আরও পড়ুনঃ দিনবাজারে মিটছে না আবর্জনার সমস্যা! নাজেহাল মানুষ

 

 

জলযন্ত্রনার জেরে রাস্তায় নামেন বানারহাট এর চামুর্চি মোড় সংলগ্ন এলাকার বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে তাদের এলাকা। চা বাগান এলাকার জল ঢুকে পড়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়।স্থানীয় বাসিন্দাদের কথায়, এখানে এমন অবস্থার সৃষ্টি হয়েছে যে বলার মত না। নিকাশী নালার বেহাল অবস্থা। বারংবার বলা হয়েছে, তাও কাজের কাজ কিছুই হয়নি।

advertisement

আরও পড়ুনঃ বেহাল রাস্তা! নাজেহাল মানুষ! শীঘ্রই সারানোর দাবি

 

 

চা বাগান এলাকা থেকে জল ঢুকে যাচ্ছে এলাকায়। তীব্র জলযন্ত্রনায় এলাকার সবাই। যদিও এই প্রসঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্টের এক আধিকারিক বলেন, এলাকার মানুষের সমস্যা হচ্ছে। এখানে এসে জলযন্ত্রণার ছবি দেখতে পাচ্ছি। শীঘ্রই সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।এই প্রসঙ্গে বলা বাহুল্য, এখনো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ডুয়ার্স জুড়েই। কাজেই সমস্যার হাত থেকে এখনই রেহাই পাচ্ছেন না এলাকাবাসী।

advertisement

 

 

 

Geetashree Mukherjee

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri: বেহাল নিকাশি ব্যবস্থা! চরম সমস্যায় বানারহাটবাসী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল