Jalpaiguri: দিনবাজারে মিটছে না আবর্জনার সমস্যা! নাজেহাল মানুষ

Last Updated:

জলপাইগুড়ি দিনবাজারে মিটছে না আবর্জনার সমস্যা। দিনবাজারের পাইকারী সবজি বাজার ও মাছ বাজারের সামনে নিত্যদিনের এক সমস্যা যেন লেগেই আছে।

+
title=

#জলপাইগুড়ি ঃ জলপাইগুড়ি দিনবাজারে মিটছে না আবর্জনার সমস্যা। দিনবাজারের পাইকারী সবজি বাজার ও মাছ বাজারের সামনে নিত্যদিনের এক সমস্যা যেন লেগেই আছে। রোজ পুরসভার পক্ষ থেকে পরিষ্কার করা হওয়া সত্ত্বেও পড়ে থাকছে ঢিবি ঢিবি আবর্জনা। নাজেহাল বাজারে আসা ক্রেতা থেকে শুরু করে বিক্রেতারা। জলপাইগুড়ি দিনবাজার শহরের সবচেয়ে বড় বাজার। বলা যেতে পারে, এটিই জলপাইগুড়ির সবচেয়ে প্রাচীন ও মূল বাজার। এই বাজারে রোজ গড়ে প্রায় হাজার খানেক মানুষ আসেন। বিক্রেতাদের সংখ্যাও কিছু কম নয়। এই বাজারে একাধিক জায়গায় রয়েছে পাকা দোকান, আবার কোথাও মাটিতে বসেই কেনাবেচা চলে। তবে নোংরা আবর্জনা সমস্যা সবচেয়ে বেশী পাইকারী মাছ ও সব্জির বাজারে।
 
 
advertisement
পাইকারী সবজি বাজারের পেছনে ঢিবি ঢিবি পচাগলা সবজি, মাছের বাজারের বর্জ্র পড়ে থাকে। আর সেখানে এসে জড়ো হয় গরু, ছাগল, শুয়োর থেকে শুরু করে নানাবিধ জীবজন্তু। এক জায়গার আবর্জনা আরেক জায়গায় নিয়ে গোটা বাজারময় নোংরা পরিবেশের সৃষ্টি হয়। আর স্তুপীকৃত আবর্জনার ঢিপ থেকে দুর্গন্ধের কথা আর বলার অপেক্ষা রাখে না। রুমাল দিয়ে চলাচল করতে হয়। আর এই পরিস্থিতি আরো দুর্বিসহ হয়ে ওঠে যখন বৃষ্টি হয়। বর্ষাকালে জল আর ময়লা মিশে যেন নরক হয়ে ওঠে পাইকারী বাজার।
advertisement
 
 
সে সময় দুর্গন্ধে টেকা দায় হয়ে দাঁড়ায় সাধারণ মানুষ থেকে শুরু করে বাজারে আসা বিক্রেতাদের। এক ব্যবসায়ী জানালেন, আমরা এখানে রোজ ব্যবসা করতে আসি। কিন্তু এখানে দুর্গন্ধে টেকা মুশকিল। এত পরিমান নোংরা আবর্জনা এখানে জমে যে বলার মত না। এই সমস্যার সমাধান হওয়া দরকার। না হলে সকলের জন্যই এটা একটা অসুবিধার কারণ।অপর এক ব্যবসায়ী বলেন, প্রতিদিনই বাজারে আসি। খুবই সমস্যা হয়। দুর্গন্ধে ভরে থাকে এলাকা।
advertisement
 
যদিও বিষয়ে পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, জলপাইগুড়ি দিনবাজারে নিয়মিত ভাবেই পুরসভার ভ্যান যায়। তা সত্ত্বেও এই এলাকায় আবর্জনার একটা সমস্যা আছে। এক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার যথেষ্ট ঘাটতি আছে। তবে পুরসভার পক্ষ থেকে সাফাই কর্মী ভ্যানের সংখ্যা বাড়িয়ে সমস্যা সমাধানের প্রয়াস করা হবে।
advertisement
 
 
 
Geetashree Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri: দিনবাজারে মিটছে না আবর্জনার সমস্যা! নাজেহাল মানুষ
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement