অন্যদিকে পিলারের বেশ কিছু জায়গায় সিমেন্টের প্লাষ্টারও খসে পড়েছে। সেতুর বিভিন্ন জায়গায় বড় বড় গাছ হয়ে গেছে। এই গাছ সেতুতে ফাটল ধরাতে পারে। সব দিক দিয়ে সেতুকে দুর্বল করছে গাছগুলো। স্থানীয়দের দাবি, গুজরাটের মত যাতে এখানে সেতু বিপর্যয় না ঘটে, তার জন্য আগেভাগে প্রশাসনের চেল সেতুর দিকে নজর দেওয়া উচিত। ৩১ নম্বর জাতীয় সড়কের ডুয়ার্সের সাথে শিলিগুড়ি যোগাযোগের এক মাত্র সেতু এটি।
advertisement
আরও পড়ুনঃ হাতির আতঙ্কে পাকার আগেই ধান কেটে নিচ্ছেন কৃষকরা!
অবিলম্বে লোহার রড গুলো সিমেন্ট দিয়ে ঢেকে দেওয়া জরুরী। নদীর জলে সেতুর রডে মরিচা পড়ে দুর্বল হচ্ছে। সেতুর পিলারের নিচ থেকে মাটি সরে গিয়েছে, সেই পিলারগুলো ঢেকে দেওয়া জরুরী। পাশাপাশি সেতুর মধ্যে গজিয়ে ওঠা গাছগুলো কেটে ফেলা দরকার বলে দাবি স্থানীয়দের।
advertisement
Surajit Dey
Location :
First Published :
November 11, 2022 5:11 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: বেহাল দশা চেল সেতুর! ভগ্নপ্রায় সেতু দিয়েই চলছে ঝুঁকির পারাপার