স্বয়ম জানায়, সে জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোডের বাসিন্দা। পাশেই একটা মাঠ রয়েছে। সেখানে পড়ার পাশাপাশি সে খেলাধূলো করত। ক্রিকেট তার খুব পছন্দ। তাছাড়া মুভি সিরিজ সে পড়াশোনার পাশাপাশি উপভোগ করত। তার বাবা সুশীল আগরওয়াল পেশায় ব্যবসায়ী।
আরও পড়ুনঃ বেহাল অবস্থা রাস্তার! চরম সমস্যায় জলপাইগুড়িবাসী
তার মা স্বপ্না আগরওয়াল জানায়, তারা এই ফলে খুব খুশি গোটা পরিবার। তবে রেজাল্ট সে এত ভালো হবে সেটা তারা ভাবতে পারেননি। স্বয়ম আরো জানান, সে ভবিষ্যতে কমার্স নিয়ে পড়তে চায়। আপাতত সে বি কম এ স্নাতক হবার জন্য প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।বলা বাহুল্য এই ছেলের জন্য এখন খুশির হাওয়া জেলায়।
advertisement
Geetashree Mukherjee
Location :
First Published :
July 25, 2022 4:03 PM IST