TRENDING:

Jalpaiguri News: যানজটে দাঁড়িয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, হাতে আর মাত্র ১০ মিনিট! দেবদূত হয়ে এল সাদা জিপ

Last Updated:

এই পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা‌কেন্দ্রে নির্দিষ্ট সময়ের মধ্যেই পৌঁছতে পারেন তা দেখার জন্য সকাল থেকেই ওই এলাকায় নিজের দায়িত্ব পালন করছিলেন উচ্চ শিক্ষা সংসদের জয়েন্ট কনভেনার অঞ্জন সেন। তিনি‌ই হঠাৎ লক্ষ্য করেন এক ছাত্রী পরীক্ষাকেন্দ্রে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা‌য় দাঁড়িয়ে আছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: হিমঘরের বাইরে সার দিয়ে দাঁড়িয়ে আলু বোঝাই ট্রাক। আর সেই যানজটেই গাড়ি না পেয়ে হতাশ হয়ে দাঁড়িয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী এক ছাত্রী। পরীক্ষা শুরু হতে আর তখন মাত্র দশ মিনিট বাকি! তবে কি আজ আর পরীক্ষা দেওয়া হবে না? এই আশঙ্কায় কেঁপে উঠেছিল মন। কিন্তু তখনই আশার আলো হয়ে দেখা দিল এক সাদা জিপ। দ্রুত যানজট কাটিয়ে ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রের দরজা বন্ধ হওয়ার আগেই পৌঁছে দিল।
advertisement

ঘটনাটি জলপাইগুড়ি সদর ব্লকের। ১৭ মার্চ থেকে হিমঘরে আলু রাখা শুরু হয়েছে। আর তাই প্রতিটি হিমঘরের সামনে রাস্তা জুড়ে দাঁড়িয়ে সারি সারি আলু বোঝাই গাড়ি। তার জন্য যানজট‌ও হচ্ছে। এদিকে এই এলাকায় প্রায় ৬০০ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী আছে। এই পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা‌কেন্দ্রে নির্দিষ্ট সময়ের মধ্যেই পৌঁছতে পারেন তা দেখার জন্য সকাল থেকেই ওই এলাকায় নিজের দায়িত্ব পালন করছিলেন উচ্চ শিক্ষা সংসদের জয়েন্ট কনভেনার অঞ্জন সেন। তিনি‌ই হঠাৎ লক্ষ্য করেন এক ছাত্রী পরীক্ষাকেন্দ্রে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা‌য় দাঁড়িয়ে আছে। কিন্তু সময় পেরিয়ে গেলেও সে কোন‌ও গাড়ি পাচ্ছে না। এদিকে তখন পরীক্ষা শুরু হতে মাত্র দশ মিনিট বাকি।

advertisement

আরও পড়ুন: পুরুলিয়ায় আসছে বিপুল বিনিয়োগ, উৎসাহ বাড়ছে শিল্পপতিদের- দাবি প্রশাসনের

এই পরিস্থিতিতে অঞ্জনবাবু নিজের দায়িত্বটাই আরও সুচারুভাবে পালন করেন। তড়িঘড়ি সংসদ থেকে পাওয়া সাদা জিপে ওই ছাত্রীকে তুলে নিজেই যানজট কাটিয়ে তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন। ফলে পরীক্ষা দিতে না পারার যে আশঙ্কা তৈরি হয়েছিল তা সহজেই দূর হয়।

advertisement

View More

এই প্রসঙ্গে অঞ্জন সেন বলেন, ছাত্রীটি হয়ত সঠিক সময়ে গাড়ি পায়নি। তখন হাতে সময় খুব কম ছিল। তাই দ্রুত নিজের গাড়িতেই ওকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে ছুটি। সঠিক সময়েই পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়েছি।

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: যানজটে দাঁড়িয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, হাতে আর মাত্র ১০ মিনিট! দেবদূত হয়ে এল সাদা জিপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল