ঘটনাটি জলপাইগুড়ি সদর ব্লকের। ১৭ মার্চ থেকে হিমঘরে আলু রাখা শুরু হয়েছে। আর তাই প্রতিটি হিমঘরের সামনে রাস্তা জুড়ে দাঁড়িয়ে সারি সারি আলু বোঝাই গাড়ি। তার জন্য যানজটও হচ্ছে। এদিকে এই এলাকায় প্রায় ৬০০ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী আছে। এই পরীক্ষার্থীরা যাতে পরীক্ষাকেন্দ্রে নির্দিষ্ট সময়ের মধ্যেই পৌঁছতে পারেন তা দেখার জন্য সকাল থেকেই ওই এলাকায় নিজের দায়িত্ব পালন করছিলেন উচ্চ শিক্ষা সংসদের জয়েন্ট কনভেনার অঞ্জন সেন। তিনিই হঠাৎ লক্ষ্য করেন এক ছাত্রী পরীক্ষাকেন্দ্রে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। কিন্তু সময় পেরিয়ে গেলেও সে কোনও গাড়ি পাচ্ছে না। এদিকে তখন পরীক্ষা শুরু হতে মাত্র দশ মিনিট বাকি।
advertisement
আরও পড়ুন: পুরুলিয়ায় আসছে বিপুল বিনিয়োগ, উৎসাহ বাড়ছে শিল্পপতিদের- দাবি প্রশাসনের
এই পরিস্থিতিতে অঞ্জনবাবু নিজের দায়িত্বটাই আরও সুচারুভাবে পালন করেন। তড়িঘড়ি সংসদ থেকে পাওয়া সাদা জিপে ওই ছাত্রীকে তুলে নিজেই যানজট কাটিয়ে তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন। ফলে পরীক্ষা দিতে না পারার যে আশঙ্কা তৈরি হয়েছিল তা সহজেই দূর হয়।
এই প্রসঙ্গে অঞ্জন সেন বলেন, ছাত্রীটি হয়ত সঠিক সময়ে গাড়ি পায়নি। তখন হাতে সময় খুব কম ছিল। তাই দ্রুত নিজের গাড়িতেই ওকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে ছুটি। সঠিক সময়েই পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়েছি।
সুরজিৎ দে