Purulia News: পুরুলিয়ায় আসছে বিপুল বিনিয়োগ, উৎসাহ বাড়ছে শিল্পপতিদের- দাবি প্রশাসনের
- Published by:kaustav bhowmick
- news18 bangla
Last Updated:
পুরুলিয়া জেলায় এখনও পর্যন্ত তেমন কোনও ভারি শিল্প নেই। তবে পর্যটনের হাত ধরে ধীরে ধীরে বিনিয়োগ বাড়ছে এখানে। এর আগে পর্যটনে ছোট ছোট বিনিয়োগ আসলেও বর্তমানে প্রাতিষ্ঠানিক বৃহৎ শিল্পগোষ্ঠীগুলিও পুরুলিয়ার পর্যটন শিল্পে অর্থ বিনিয়োগে উৎসাহী হয়েছে বলে প্রশাসনের দাবি।
পুরুলিয়া: লাল মাটির জেলা পুরুলিয়া। জেলার আনাচে-কানাচে ছড়িয়ে আছে অপরূপ প্রাকৃতিক শোভা। সেইসঙ্গে সমৃদ্ধ আদিবাসী সংস্কৃতি এই জেলার অন্যতম সম্পদ। তবে বর্তমানে লাল মাটির জেলা পুরুলিয়াকে শিল্পের গন্তব্যে পরিণত করতে উৎসাহী হয়ে উঠেছে রাজ্য সরকার।
পুরুলিয়া জেলায় এখনও পর্যন্ত তেমন কোনও ভারি শিল্প নেই। তবে পর্যটনের হাত ধরে ধীরে ধীরে বিনিয়োগ বাড়ছে এখানে। এর আগে পর্যটনে ছোট ছোট বিনিয়োগ আসলেও বর্তমানে প্রাতিষ্ঠানিক বৃহৎ শিল্পগোষ্ঠীগুলিও পুরুলিয়ার পর্যটন শিল্পে অর্থ বিনিয়োগে উৎসাহী হয়েছে বলে প্রশাসনের দাবি। শুক্রবার জেলা সদরের একটি বেসরকারি হোটেলে পুরুলিয়া মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারে বৃহৎ , ক্ষুদ্র ও মাঝারী শিল্পপতিরা যোগ দেন। পাশাপাশি প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও ছিলেন। এখানে জেলার শিল্প সম্ভাবনা নিয়ে ইতিবাচক আলোচনা হয়।
advertisement
advertisement
ওই সেমিনারে অতিরিক্ত জেলাশাসক (শিল্প এবং ভূমি সংস্কার) রাজেশ রাঠোর বলেন, পুরুলিয়ায় বৃহৎ পুঁজির বিনিয়োগের জন্য পরিকাঠামোগত যথেষ্ট উন্নতি করা হয়েছে। বহু শিল্পোদ্যোগী যোগাযোগ করেছেন। যারা এখানে বিনিয়োগ করতে এগিয়ে আসবেন তাঁদের জেলা প্রশাসন সব রকম সাহায্য করবে বলে তিনি জানান।
advertisement
উদ্যোগ বিকাশ মঞ্চের পক্ষে মোহিত লাটা বলেন, পর্যটন শিল্পের ক্ষেত্রে পুরুলিয়া বিপুল উন্নতি করেছে। তবে আরও উন্নতি করার সুযোগ আছে। এই বছর বসন্ত উৎসবে পুরুলিয়ায় রেকর্ড পর্যটক এসেছিলেন। আগামী দিনে পর্যটন শিল্পের হাত ধরে জেলায় বিপুল কর্মসংস্থান হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রশাসন এবং জেলার শিল্পকর্তারা জানান, ইতিমধ্যেই পুরুলিয়ায় বেশ কিছু ভারি শিল্প গড়ার কাজ শুরু হয়েছে।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 18, 2023 7:51 PM IST