Siliguri News: তৃণমূল ক্ষমতায় আসার পর বন্ধ হয়ে যায় কাজ, ৯ বছর পর মহানন্দা বাঁচাতে শিলিগুড়িতে আবার শুরু সুয়ারেজ প্ল্যান্ট তৈরি

Last Updated:

রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরির কাজ মাঝপথে থমকে যায়। ওই সময় এসজেডিএ-তে ২০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠায় সমস্ত কাজ বন্ধ হয়ে যায়। এই প্রকল্পের মাধ্যমে শিলিগুড়ি শহরের সমস্ত নিকাশিনালার জল পাইপের মাধ্যমে ট্রিটমেন্ট প্ল্যান্টে এনে শোধন করে মহানন্দায় ফেলার পরিকল্পনা করা হয়েছিল। সেইমতো ফুলবাড়িতে একটি, নৌকাঘাট মোড়ে একটি এসটিপি তৈরি করা হয়েছিল। কিন্তু গত ৯ বছর ধরে কাজ বন্ধ থাকায় দূষণ কমার বদলে মহানন্দার পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

+
title=

শিলিগুড়ি: মহানন্দা নদীকে বাঁচাতে ৯ বছর আগে মহানন্দা অ্যাকশন প্ল্যান হাতে নেওয়া হয়েছিল। কিন্তু তার কাজ প্রায় কিছুই এগোয়নি। দীর্ঘদিন বন্ধ থাকার পর সেই অ্যাকশন প্ল্যানের আওতায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) তৈরির কাজ শুরু হতে চলেছে। আম্রুত-২ প্রকল্পে কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ) শিলিগুড়ির দুটি এসটিপি প্রোজেক্টের কাজ করবে। আপাতত এসটিপি-২ এবং ৩-এর কাজ শুরু করা হচ্ছে। তবে এসটিপি-১’র জন্য এখনও জায়গা না মেলায় ওই কাজ এখনই শুরু করা যাচ্ছে না। তাই এসটিপি-১'র জন্য জায়গা খোঁজার কাজ শুরু করেছে শিলিগুড়ি পুরনিগম।
এই অর্ধসমাপ্ত ট্রিটমেন্ট প্ল্যান্টগুলির কাজ নতুন করে শুরু করার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ পুরকর্তা এবং এসজেডিএ'র কর্তাদের উপস্থিতিতে নৌকাঘাটে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেখানে মেয়র গৌতম দেব বলেন, কলকাতা থেকে টেন্ডার করে এজেন্সিকে কাজ দেওয়া হয়েছে। দ্বিতীয় এসটিপি'র কাজ শেষ করার জন্য প্রথম পর্যায়ে ৪৮ কোটি টাকা খরচ হবে। তৃতীয় এসটিপি'র জন্য প্রথম পর্যায়ে ১৮ কোটি টাকা খরচ হবে। সুডা থেকে ফান্ড মিলেছে। সেখান থেকেই খরচ করে কাজ শেষ করা হবে। মোট ২৭৪ কোটি টাকার কাজ হবে।
advertisement
advertisement
রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরির কাজ মাঝপথে থমকে যায়। ওই সময় এসজেডিএ-তে ২০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠায় সমস্ত কাজ বন্ধ হয়ে যায়। এই প্রকল্পের মাধ্যমে শিলিগুড়ি শহরের সমস্ত নিকাশিনালার জল পাইপের মাধ্যমে ট্রিটমেন্ট প্ল্যান্টে এনে শোধন করে মহানন্দায় ফেলার পরিকল্পনা করা হয়েছিল। সেইমতো ফুলবাড়িতে একটি, নৌকাঘাট মোড়ে একটি এসটিপি তৈরি করা হয়েছিল। কিন্তু গত ৯ বছর ধরে কাজ বন্ধ থাকায় দূষণ কমার বদলে মহানন্দার পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
advertisement
কাজ বন্ধ হয়ে যাওয়ায় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল ওই দুটি এসটিপি। একের পর এক সামগ্রী সেখান থেকে চুরি হচ্ছিল। জুয়া এবং মদের আসর বসত এই এসটিপিগুলিতে। সম্প্রতি বিষয়টি নিয়ে নাড়াচাড়া হয় এবং এসটিপি'র কাজ নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেইমত আম্রুত-২ প্রকল্পের আওতায় কাজ করার সিদ্ধান্ত হয়। কেএমডিএ-কে দিয়ে কাজ করানো হবে এবং শিলিগুড়ি পুরনিগম সমস্ত রকম সহযোগিতা করবে বলে সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। প্রথম পর্যায়ে ৬৪ কোটি টাকা খরচ করে দুটি এসটিপি'র অর্ধসমাপ্ত কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়। এরপরই টেন্ডার করে এজেন্সিকে কাজ দেওয়া হয়েছে। গৌতম দেব বলেন, আমরা এসটিপি-১ এর জন্য জমি খুঁজছি। তিনটি জায়গা বাছা হয়েছে। কেএমডিএ তার মধ্যে একটি জায়গা চূড়ান্ত করবে। এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে জমি চূড়ান্ত করা হবে।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: তৃণমূল ক্ষমতায় আসার পর বন্ধ হয়ে যায় কাজ, ৯ বছর পর মহানন্দা বাঁচাতে শিলিগুড়িতে আবার শুরু সুয়ারেজ প্ল্যান্ট তৈরি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement