বৃষ্টিপাতের জেরে বেশ কিছু জায়গায় বিঘার পর বিঘা আলু ক্ষেতে জল জমে গিয়েছে। কোথাও অল্প, কোথাও আবার আলুর জমিতে প্রায় হাঁটু জল।একদিকে যেমন বাজারে আলুর দাম অনেকটাই কম ,অন্যদিকে শিলাবৃষ্টিতে আলু ক্ষেতে জল জমে যাওয়ায় চিন্তায় মাথায় হাত আলু চাষিদের। এভাবে জলের তলায় আলু বেশি দিন থাকলে পচন ধরে যাবে। ঋণ নিয়ে আলু চাষ করেছে চাষিরা।এমনিতেই বাজারে আলুর দাম কম, তার মধ্যে আলুর জমিতে জল যেন গোদের ওপর বিষফোঁড়া।
advertisement
আরও পড়ুন : বহু রঙ্গে, বহু রূপে করেছেন অভিনয়, এখনও সাজেন অশীতিপর বহুরূপী
ডুয়ার্সের বানারহাট ব্লকের সাঁকোয়াঝোড়া ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ৩০-৪০ বিঘা আলুর জমি এখন জলের তলায়। আর্থিক ক্ষতির আশঙ্কায় কৃষকরা আপ্রাণ চেষ্টা করছেন জলের নীচে থাকা আলুগুলিকে বাঁচাবার। কৃষি দফতর সূত্রে খবর, এ বছর ধূপগুড়ি ও বানারহাট ব্লকে আলুর ফলন খুবই ভাল হয়েছে। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকরা ক্ষতির মুখে পড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। তেমন এক চাষি সুমন মণ্ডল তিনি বলেন লাখ টাকা খরচ করে প্রায় বিঘার পর বিঘা জমি আলু চাষ করেছেন। কিন্তু মোটে এক বিঘা জমির আলু ওঠাতে পেরেছেন। এখনও কয়েক বিঘা জমির আলু পড়ে রয়েছে বেহাল মাঠের মধ্যে, জলের তলায়।