TRENDING:

Potato Price: লক্ষাধিক টাকার আলু জলের তলায়, আলুর দাম কি তবে আকাশছোঁয়া হবে, আশঙ্কা মধ্যবিত্তর

Last Updated:

Potato Price : বৃষ্টিপাতের জেরে বেশ কিছু জায়গায় বিঘার পর বিঘা আলু ক্ষেতে জল জমে গিয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুরজিৎ দে, জলপাইগুড়ি: উত্তরবঙ্গের আলু চাষিদের এবার মাথায় হাত আগে থেকেই। একেই হিমঘরে আলুর বন্ড নিয়ে ধুন্ধুমার কান্ড। বিভিন্ন হিমঘরের সামনে আলুর বন্ড নিয়ে তাঁরা নাজেহাল হয়ে পড়ছেন। তার মধ্যে চৈত্র মাসের চৈতালি বৃষ্টিতে সমস্যায় ভুগছে বহু আলু চাষি। জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে কয়েকদিন থেকে চলছে ঝোড়ো হওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত। চৈত্রের শুরুতে এই অকাল বর্ষণে নাজেহাল কৃষকরা।
advertisement

বৃষ্টিপাতের জেরে বেশ কিছু জায়গায় বিঘার পর বিঘা আলু ক্ষেতে জল জমে গিয়েছে। কোথাও অল্প, কোথাও আবার আলুর জমিতে প্রায় হাঁটু জল।একদিকে যেমন বাজারে আলুর দাম অনেকটাই কম ,অন্যদিকে শিলাবৃষ্টিতে আলু ক্ষেতে জল জমে যাওয়ায় চিন্তায় মাথায় হাত আলু চাষিদের। এভাবে জলের তলায় আলু বেশি দিন থাকলে পচন ধরে যাবে। ঋণ নিয়ে আলু চাষ করেছে চাষিরা।এমনিতেই বাজারে আলুর দাম কম, তার মধ্যে আলুর জমিতে জল যেন গোদের ওপর বিষফোঁড়া।

advertisement

আরও পড়ুন :  বহু রঙ্গে, বহু রূপে করেছেন অভিনয়, এখনও সাজেন অশীতিপর বহুরূপী

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

ডুয়ার্সের বানারহাট ব্লকের সাঁকোয়াঝোড়া ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ৩০-৪০ বিঘা আলুর জমি এখন জলের তলায়। আর্থিক ক্ষতির আশঙ্কায় কৃষকরা আপ্রাণ চেষ্টা করছেন জলের নীচে থাকা আলুগুলিকে বাঁচাবার। কৃষি দফতর সূত্রে খবর, এ বছর ধূপগুড়ি ও বানারহাট ব্লকে আলুর ফলন খুবই ভাল হয়েছে। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকরা ক্ষতির মুখে পড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। তেমন এক চাষি সুমন মণ্ডল তিনি বলেন লাখ টাকা খরচ করে  প্রায় বিঘার পর বিঘা জমি আলু চাষ করেছেন। কিন্তু মোটে এক বিঘা জমির আলু ওঠাতে পেরেছেন। এখনও কয়েক বিঘা জমির আলু পড়ে রয়েছে বেহাল মাঠের মধ্যে, জলের তলায়।

advertisement

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Potato Price: লক্ষাধিক টাকার আলু জলের তলায়, আলুর দাম কি তবে আকাশছোঁয়া হবে, আশঙ্কা মধ্যবিত্তর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল