কিন্তু কয়েক দিন আগে লাগাতার বৃষ্টির জন্য একটি নালা কাটা হয়। আর এই কারণে সেই নালার জলের জন্য নতুন ভাবে তৈরি করা কালভার্টের নিচের মাটির ধসে এখন বিপজ্জনক অবস্থায় রয়েছে সেটি।যখন তখন পড়ে যেতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে।মাটি নিচের সবটা অংশ ভেঙে পড়েছে।পাশেই কয়েকটি বাড়ি আছে।যা এই কালভার্ট ভেঙে পড়লে সেই গুলিও সব পড়ে যাবে। পাশেই রয়েছে নদী।
advertisement
আরও পড়ুন: মাছ ধরার জালে উঠল দৈত্য! একেবারে রূপকথা! জলপাইগুড়ির ঘটনা চমকে দেবে!
নালার জল গিয়ে সেখানেই পড়ে। ভারী বৃষ্টি হলেকি অবস্থা হয় সেই আশঙ্কাতেই আছেন এলাকার বাসিন্দারা।
বিষয়টি নিয়ে সজাগ হয়েছে স্থানীয় পঞ্চায়েত। এলাকার পঞ্চায়েতের তরফে তাই নির্দিষ্ট দফতরেবিষয়টি দেখার কথা জানানো হয়েছে। তবে এখনো সেই সমস্যার কোনো সুরাহা হয়নি। বাড়ি সহ খেলার মাঠ এবং পাশের একটি ক্লাব এখন তাই বিপজ্জনক ভাবে রয়েছে মোহিত নগরের ওই এলাকায়। কবে এই সমস্যার সমাধান হয় সেদিকে তাকিয়ে এলাকার মানুষ।
গীতশ্রী মুখার্জি