Jalpaiguri News: মাছ ধরার জালে উঠল দৈত্য! একেবারে রূপকথা! জলপাইগুড়ির ঘটনা চমকে দেবে!
- Published by:Piya Banerjee
Last Updated:
Jalpaiguri News: ধরা হচ্ছিল মাছ! হঠাৎ জল থেকে উঠে এল বিশালাকার দৈত্য! গল্প নয়, সত্যি! একী ঘটল জলপাইগুড়িতে? অবাক হবেন
#জলপাইগুড়ি: মাছধরার জালে আটকে পড়ল বিশালাকার দৈত্য। না এ রাক্ষস নয়, বিশালাকার অজগর। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য জলপাইগুড়িতে। জলপাইগুড়ি সদর ব্লকের মোহিতনগর এলাকার আজ আচমকা এই সাপটিকে দেখে স্থানীয়রা ভয় পেয়ে যান। জানা গেছে, এক ব্যক্তি ফুল তুলতে গিয়ে আচমকা দেখেন একটি বিশাল কোন জন্তু আটকে আছে। আরো জানা গিয়েছে, মাছের জালের মধ্যে সাপটিকে দেখা যায় বলে স্থানীয়রা দাবি করেন। ঘটনায় চাঞ্চল্য দেখা যায় ওই এলাকায়। জলপাইগুড়ির মোহিত নগরএলাকায় হলদিবাড়ি মোড় সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে।
এ প্রসঙ্গে উল্লেখ্য বিগত কিছুদিন ধরেই জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকা থেকে সাপ উদ্ধারের খবর পাওয়া যাচ্ছে। বিগত দু'দিন আগে একই রকম একটি সাপ পাওয়া গিয়েছিল রাজগঞ্জ ব্লক থেকে। এরপর বুধবার একটি মৃতপ্রায় সাপকে উদ্ধার করেন এক পরিবেশপ্রেমী। বিগত কিছুদিন ধরেই বনাঞ্চল থেকে বড় বড় সাপ শহরের দিকে চলে আসছে বলে পরিবেশ প্রেমীরা মনে করছে। বাস্তুতন্ত্র বিপন্ন হয়ে যাচ্ছে একটু একটু করে।
advertisement

advertisement

আগেই একটি অজগর সাপ উদ্ধার হয়েছিল তার পরবর্তীতে আজ এই সাপটি ফের এটি পাওয়ায় খবর দেওয়া হয় গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থাকে। তাদের সদস্যদের উদ্যোগে তারা এসে দীর্ঘ প্রচেষ্টার পরে সাপটিকে উদ্ধার করেন। জানা গেছে , সকালে ফুল তুলতে এসে লক্ষ্য করে এক ব্যক্তি সাপটি খুব বিপদজনকভাবে জালের মধ্যে পেচিয়েছিল যার ফলে একটু আহত হয়েছে বলে জানা যাচ্ছে। তবে গ্রিন জলপাইগুড়ি সদস্যরা সেটিকে প্রাথমিক চিকিৎসা করার পরে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে জানান গ্রিন জলপাইগুড়ির সম্পাদক অঙ্কুর দাস। এটি দীর্ঘ প্রায় ৯ ফুট।
advertisement
গীতশ্রী মুখার্জি
view commentsLocation :
First Published :
July 28, 2022 9:52 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: মাছ ধরার জালে উঠল দৈত্য! একেবারে রূপকথা! জলপাইগুড়ির ঘটনা চমকে দেবে!

