আসামের গুয়াহাটিতে আয়োজিত জাতীয় জুনিয়র অ্যাথলেটিক মিটে ট্রায়াথলন বিভাগে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে। অনুর্ধ ১৪ বালক বিভাগে স্বর্ণপদক অর্জন করে অনির্বাণ। বাবা কমল অধিকারী ও মা মিনতি অধিকারী আনন্দে দুই চোখ জল ভরা অবস্থায় বললেন, ছোটবেলা থেকেই তাদের ছেলে অনির্বাণ অধিকারী খেলাধুলার প্রতি খুবই আগ্রহী এবং বিদ্যালয়ের শিক্ষক রাজিব ভট্টাচার্য অনির্বাণের খেলাধুলার প্রতি আগ্রহের কথা জানিয়েছিলেন। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকের অগ্রণী ভূমিকায় আজকে তাদের ছেলের এই সাফল্য।
advertisement
আরও পড়ুনঃ বেহাল দশা চেল সেতুর! ভগ্নপ্রায় সেতু দিয়েই চলছে ঝুঁকির পারাপার
বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রাজিব ভট্টাচার্য জানান, অনির্বাণ খেলাধুলার প্রতি খুবই আগ্রহী। কঠোর অনুশীলন এবং অদম্য জেদ অনির্বাণের সাফল্যের মূল চাবিকাঠি। আগামী দিনে ভালো সফলতা অর্জন করবে এই কামনাই করেন তিনি। এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় অনির্বাণের এই সাফল্যে আনন্দিত। তিনি অনির্বাণকে সম্বর্ধনা দেন এবং ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পরিশেষে অনির্বাণ জানায়,আগামী দিনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে চান এখন সেটাই তার লক্ষ্য।
Surajit Dey