Jalpaiguri News: বেহাল দশা চেল সেতুর! ভগ্নপ্রায় সেতু দিয়েই চলছে ঝুঁকির পারাপার
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
গুজরাটের সেতু দুর্ঘটনার পর রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সেতুর স্বাস্থ্য পরীক্ষার কাজ চলছে। সব নদীর জল কম থাকায় এই সময় সেতু দেখভাল ভালো হবে প্রশাসনের পক্ষে। তবে মালবাজার ব্লকের চেল নদীর ওপর চেল সেতুর সংস্কারের দাবি তুলেছে স্থানীয় মানুষ।
#জলপাইগুড়ি : গুজরাটের সেতু দুর্ঘটনার পর রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সেতুর স্বাস্থ্য পরীক্ষার কাজ চলছে। সব নদীর জল কম থাকায় এই সময় সেতু দেখভাল ভালো হবে প্রশাসনের পক্ষে। তবে মালবাজার ব্লকের চেল নদীর ওপর চেল সেতুর সংস্কারের দাবি তুলেছে স্থানীয় মানুষ। বর্তমানে দেখা যাচ্ছে চেল সেতুর প্রত্যেক পিলারের নিচে মাটি বা বালি সরে গিয়ে গর্ত হয়ে রয়েছে। বেশ কিছু পিলারের লোহার রড বেড়িয়ে মরিচা পরতে শুরু করেছে।
অন্যদিকে পিলারের বেশ কিছু জায়গায় সিমেন্টের প্লাষ্টারও খসে পড়েছে। সেতুর বিভিন্ন জায়গায় বড় বড় গাছ হয়ে গেছে। এই গাছ সেতুতে ফাটল ধরাতে পারে। সব দিক দিয়ে সেতুকে দুর্বল করছে গাছগুলো। স্থানীয়দের দাবি, গুজরাটের মত যাতে এখানে সেতু বিপর্যয় না ঘটে, তার জন্য আগেভাগে প্রশাসনের চেল সেতুর দিকে নজর দেওয়া উচিত। ৩১ নম্বর জাতীয় সড়কের ডুয়ার্সের সাথে শিলিগুড়ি যোগাযোগের এক মাত্র সেতু এটি।
advertisement
আরও পড়ুনঃ হাতির আতঙ্কে পাকার আগেই ধান কেটে নিচ্ছেন কৃষকরা!
অবিলম্বে লোহার রড গুলো সিমেন্ট দিয়ে ঢেকে দেওয়া জরুরী। নদীর জলে সেতুর রডে মরিচা পড়ে দুর্বল হচ্ছে। সেতুর পিলারের নিচ থেকে মাটি সরে গিয়েছে, সেই পিলারগুলো ঢেকে দেওয়া জরুরী। পাশাপাশি সেতুর মধ্যে গজিয়ে ওঠা গাছগুলো কেটে ফেলা দরকার বলে দাবি স্থানীয়দের।
advertisement
advertisement
Surajit Dey
Location :
First Published :
November 11, 2022 5:11 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: বেহাল দশা চেল সেতুর! ভগ্নপ্রায় সেতু দিয়েই চলছে ঝুঁকির পারাপার