বাস অথবা ট্রেনে যাত্রা নয়। এবার সাইকেল চেপে ৬০০কিলোমিটার পথে অতিক্রম করে বাড়ির উদ্দেশে রওনা হলেন এক ভারতীয় সীমানা রক্ষাকারী সৈনিক। তার সাইকেলে চেপে যাওয়ার মূল উদ্দেশ্য হলো সমাজে কিছু বার্তা দেওয়া। যেমন ছোট্টবেলায় মা বাবার মানুষ করে সন্তানকে সেই মা-বাবা কি বৃদ্ধাশ্রম অথবা বাড়ি থেকে বের করে দেয় কিছু অংশ ছেলে অথবা মেয়ে ।
advertisement
আরও পড়ুন: 'দাঁত উপড়ে ফেলতে হবে!' পঞ্চায়েত ভোট নিয়ে হুমকি পার্থর, সমর্থন মন্ত্রী উদয়নের
আরও পড়ুন: উদ্ধার ৩০ হাজার নিষিদ্ধ মাদক-ট্যাবলেট, মালদহে এসটিএফের হাতে গ্রেফতার আন্তঃরাজ্য চক্র
জলপাইগুড়ির রানীনগর থেকে শনিবার সাতসকালে সাইকেল নিয়ে জলপাইগুড়ি থেকে কোলকাতার চন্দননগরের উদ্দেশ্যে রওনা হলেন সীমান্তরক্ষী। শনিবার সকালে নারকেল ফাটিয়ে রওনা করিয়ে দিলেন তাঁর কয়েকজন সহকর্মীরা। বয়স তাঁর ৩৩ প্রায়, কর্মসূত্রে বিভিন্ন জায়গায় যোগদান করেছিলেন তিনি৷
এখন তার কর্মজীবন চলছে জলপাইগুড়ি রানীনগরে। সেখান থেকে আজ সকালে সাইকেল নিয়ে কিছু বার্তা সাইকেলের সামনে লিখে প্রায় ৬০০ কিলোমিটার পথ অতিক্রম করে বাড়িতে পৌঁছানোর জন্য যাত্রা শুরু করলেন৷
তাঁর মূল উদ্দেশ্য যেমন সীমান্তে ভারতমাকে রক্ষা করেন অনেকে, তেমনই বাড়িতে রয়েছেন মা-বাবা, তাঁদেরও রক্ষা, সুরক্ষিত রাখা উচিত। সেই বার্তা সাইকেলের সামনে একটি ব্যানার মধ্যে লিখে রওনা হলেন বাড়ির উদ্দেশ্যে। বিএসএফ জওয়ানের নাম সঞ্জয় সাতরা বাড়ি কলকাতায়। এধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ।
সুরজিৎ দে