Panchayat Election threat: 'দাঁত উপড়ে ফেলতে হবে!' পঞ্চায়েত ভোট নিয়ে হুমকি পার্থর, সমর্থন মন্ত্রী উদয়নের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
পার্থপ্রতিম রায়ের বক্তব্যকে সমর্থন জানিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহও হুঁশিয়ারির সুরে বলেন, 'যাঁরা মস্তানি, বোমা, বন্দুকের রাজনীতি করতে চাইবে তাদের দাঁত ভেঙে দেওয়া হোক৷
#দিনহাটা: পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার এখনও ঢের দেরি৷ কিন্তু তার আগেই কি শাসক দলের নেতা-মন্ত্রীদের হুমকি, হুঁশিয়ারি শুরু হয়ে গেল? শুক্রবার কোচবিহারে প্রাক্তন সাংসদ এবং তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি পার্থপ্রতিম রায় যে হুঁশিয়ারি দিয়েছেন, তাতে সেই আশঙ্কাই প্রবল হচ্ছে৷ পার্থপ্রতিম রায়ের বক্তব্যে সমর্থন জানিয়ে একই হুঁশিয়ারি দিয়েছেন ওই মঞ্চেই উপস্থিত থাকা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ৷
শুক্রবার দিনহাটায় তৃণমূলের একটি বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান ছিল৷ সেই অনুষ্ঠানেই প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় বিরোধীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, 'কেউ যদি সন্ত্রাস তৈরির চেষ্টা করেন, বোমা বন্দুকের রাজনীতির চেষ্টা করেন, তাঁর দাঁত উপড়ে ফেলতে হবে৷ তিনি যেই হোন না কেন৷ কোনও ছাড় নেই৷ ২৩-এর পঞ্চায়েতের উপরে ভিত্তি করে ২৪-এ লোকসভা তৃণমূল পুনরুদ্ধার করতে চায়৷ যিনি মানুষের সঙ্গে প্রবঞ্চনা করেছেন, রাজনৈতিক ভাবে তাঁকে ক্ষমতাচ্যুত করতে হবে৷'
advertisement
advertisement
পার্থপ্রতিম রায়ের বক্তব্যকে সমর্থন জানিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহও হুঁশিয়ারির সুরে বলেন, 'যাঁরা মস্তানি, বোমা, বন্দুকের রাজনীতি করতে চাইবে তাদের দাঁত ভেঙে দেওয়া হোক৷ তৃণমূলের কর্মীদের আঘাত করলে রুট ক্যানাল করব না,সাঁড়াশি দিয়ে দাঁত তুলে দেবো৷'
advertisement
দুই তৃণমূল নেতার এই হুঁশিয়ারির পাল্টা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি৷ বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, 'ওনারা এসব বিজেপি-র দিকে বলছেন না, কোচবিহারবাসীর দিকে বলছেন৷ কারণ তৃণমূলের নিচু তলার নেতারা দলের নেতাদের উপরে ক্ষুব্ধ৷ কারণ নেতাদের দেওয়া টাকা মানুষ ফেরত পায়নি৷ গাছে বেঁধে লাগছে৷ সন্ত্রাস, বোম, বন্দুক আধিপত্যের রাজনীতির দিন শেষ হয়ে আসছে৷ কয়েকটা দিন অপেক্ষা করুন৷ কেউ দাঁত তুলতে যাবে না৷ ওঁদেরকেই রাতের অন্ধকারে দাঁতের ডাক্তারের খোঁজ করতে হবে৷'
advertisement
লোকসভা নির্বাচনের আগে পঞ্চায়েত ভোটে উত্তরবঙ্গে নিজেদের পায়ের তলার মাটি আরও শক্ত করাই লক্ষ্য তৃণমূলের৷ সেই লক্ষ্যপূরণে তৃণমূল নেতারা এখন থেকেই এতটা মরিয়া হয়ে উঠছেন কি না, সেই প্রশ্ন উঠছে৷ আগামী বছরের শুরুর দিকেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 22, 2022 1:26 PM IST