এরপর চিতা বাঘটিকে ধরার জন্য ছাগলের টোপ দিয়ে শ্রমিক মহল্লার কাছে ১৫ নম্বর সেকশনে খাঁচা পাতে বন দফতর। খাবারের লোভে শনিবার ভোরে অবশেষ খাঁচাবন্দি হল পূর্ণ বয়স্ক চিতাবাঘটি। এদিন চিতাবাঘের গর্জন শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন।
আরও পড়ুন ঃ দাবদাহের পর বৃষ্টি আসতেই বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
advertisement
খবর পেয়ে চিতাবাঘটিকে উদ্ধার করার জন্য ঘটনাস্থলে পৌঁছায় খুনিয়া রেঞ্জের বনকর্মীরা। বনদফতর সূত্রে খবর, এদিন উদ্ধার হওয়া পুরুষ চিতা বাঘটিকে সকালেই জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে গিয়ে।
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
July 22, 2023 3:12 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News : বেশ কিছুদিন ধরেই চলছিল আনাগোনা, শেষে ছাগলের লোভে পড়ল ফাঁদে!