Jalpaiguri News: দাবদাহের পর বৃষ্টি আসতেই বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হল এক কৃষকের। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের আমগুড়ির কন্যা বাড়ি এলাকায়।
জলপাইগুড়ি: কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হল এক কৃষকের। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের আমগুড়ির কন্যা বাড়ি এলাকায়। গত কয়েক দিন ধরেই জলপাইগুড়িতে চলছিল তীব্র দাবদাহ, শুক্রবার সকালে বৃষ্টি আসতেই এই বজ্রপাতে মৃত্যু হল নাম নিরেন অধিকারী নামের ওই ব্যক্তির।
মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে জমি কাজ করতে গিয়েছিলেন তিনি। জমিতে কাজ করার সময় বৃষ্টি শুরু হয়। আচমকা বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে জমিতে পড়ে থাকতে দেখে ছুটে আসে আশেপাশের কৃষকরা।
advertisement
advertisement
তড়িঘড়ি তাকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক নিরেন অধিকারীকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ মৃতদেহটি মৃত দেহটি ময়নাতদন্তের জন্য সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছে। ঘটানায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
সুরজিৎ দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 21, 2023 7:49 PM IST










