Bangla News: মধ্যরাতে ঘরের ভেতর কিলবিল করছে ১৯ বিষধর সাপ! তারপর যা ঘটল জলপাইগুড়ির পরিবারে
- Reported by:SUROJIT DEY
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Bangla News: সাপের সঙ্গে রাতের ঘুম। জানতেই ঘুম উড়ল পরিবারের। ঘরের ভেতরে বিষধর সাপ-সহ ১৯ টি সাপের বাচ্চা আস্তানা করেছিল...
জলপাইগুড়ি: সাপের সঙ্গে রাতের ঘুম। জানতেই ঘুম উড়ল পরিবারের।ঘরের ভেতরে বিষধর সাপ-সহ ১৯টি সাপের বাচ্চা আস্তানা করেছিল। ঘরের ভেতর গর্ত বেশ কিছুদিন থেকেই ছিল। হঠাৎ সেই গর্তে সাপের আনাগোনা দেখতেই চক্ষু চড়ক গাছ।
শোয়ার ঘর থেকে উদ্ধার গোখরো সাপ-সহ ১৯টি সাপের বাচ্চা। ঘটনাটি ধূপগুড়ি ব্লকের আলতা গ্রাম রেল স্টেশনের পাশে বিজেন্দ্র নাথ রায়ের বাড়িতে। গোখরো সাপগুলিকে ঘরের মধ্যে দেখে ঘর থেকে বেরিয়ে পরে পরিবারের সদস্যরা।
আরও পড়ুনঃ কয়লার অভাবে বন্ধ বিদ্যুৎ উৎপাদন! অন্ধকারে ডুবে যাবে দুর্গাপুর শিল্পাঞ্চল? আশঙ্কার মেঘ
বন দফতরে বিষয়টি ফোন করে জানানো হয়। ফোন পেয়ে বনদফরের কর্মী তড়িঘড়ি ঘটনাস্থলে পৌছায় ঘরের মাটির ভিত কেটে সাপ-সহ সাপের বাচ্চাউদ্ধার করে নিয়ে যায়।
advertisement
advertisement
জানা যায়, গ্রামের বেশ কিছু মানুষের সহযোগিতায় ওই গৃহস্থের ঘরের ভেতরে বাইরে মাটি খুঁড়ে ফেলা হয়। এরপর এক এক করে বেরোতে থাকে একটি বড়ো সাপ-সহ প্রায় ১৯টি গোখরো সাপের বাচ্চা।
সুরজিৎ দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 20, 2023 7:49 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Bangla News: মধ্যরাতে ঘরের ভেতর কিলবিল করছে ১৯ বিষধর সাপ! তারপর যা ঘটল জলপাইগুড়ির পরিবারে










