ভগতপুর চা বাগানে নাগরাকাটা চা বাগান বনাঞ্চল ছেড়ে হামেশাই ঢুকে পড়ছে চিতাবাঘ গ্রাম অঞ্চলে চা বাগানে আশ্রয় নিচ্ছে খাবারের সন্ধানে। কখনও চা শ্রমিকের উপর আক্রমণ হানছে, কখনও আক্রান্ত হচ্ছেন এলাকার বাসিন্দারা। সেই আক্রমণ কমাতেই এবার চা বাগান গুলিতে বসানো হচ্ছে বাঘ বন্দি করা খাঁচা, সেই খাঁচারবাদী ধরা পড়ল পর পর দুটো চিতা বাঘ। তেমনি ৮ নম্বর সেকশনে আগে থেকেই পেতে রাখা হয়েছিল খাঁচায় সেই খাঁচাতে ছাগলের টোপে খাঁচা বন্দী হল চিতা বাঘ ।
advertisement
প্রসঙ্গত, এর আগে গত ২২ জুলাই ওই বাগানটিরই ১৫ নম্বর সেকশন থেকে এরকমই একটি চিতাবাঘ ধরা পড়ে। বন দফতরের বন্যপ্রাণ শাখার খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল দে বলেন, চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে । স্থানীয় সূত্রে খবর, দিন কয়েক আগেই বাগানের ওই এলাকায় একটি গরুকে চিতাবাঘ সাবাড় করে দেয়। তখনই ৮ নম্বর সেকশনে খাঁচা পাতার বন্দোবস্ত করে বাগান কর্তৃপক্ষ। তবে চিতা বাঘ বন্দি হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবে স্বস্তি মিললেও আতঙ্ক কিন্তু কাটছে না শ্রমিকদের মধ্যে। কারণ একটাই, বাগানে চিতা বাঘের আনাগোনা প্রায়ই লক্ষ্য করা যাচ্ছে বলে শ্রমিকদের দাবি।
সুরজিৎ দে