আরও পড়ুন: আড়ম্বরের সঙ্গে পালিত হল শ্রাবণী মেলা, রইল ভিডিও…
ছোট থেকেই অত্যন্ত মেধাবী জলপাইগুড়ির কৌশিক। তিনি সম্পূর্ণ স্কলারশিপ নিয়েই আমেরিকায় গবেষণা করতে যাচ্ছেন। উচ্চমাধ্যমিক পাশের পর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে রসায়নে অনার্স করেন। এরপর জ্যাম দিয়ে গৌহাটি আইআইটি-তে স্নাতকোত্তর পড়েন। এরপর টোয়েফেল ও জিআরই-তে উত্তীর্ণ হয়ে মার্কিন মূলকের গবেষণার সুযোগ পেলেন।
advertisement
জুলাইয়ের শেষেই শিকাগো উড়ে যাবেন এই কৃতি ছাত্র। কৌশিকের এই সাফল্যে তার তার পরিবারের পাশাপাশি খুশি প্রতিবেশীরাও। জলপাইগুড়ির গর্ব এই তরুণ আগামী দিনে নিজের গবেষণার মাধ্যমে গোটা বিশ্বের দরবারে জলপাইগুড়ির মুখ উজ্জ্বল করবেন বলে সকলের আশা।
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
July 24, 2023 9:49 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: জলপাইগুড়ি থেকে শিকাগো পাড়ি, কৌশিকের গবেষণা সফল হলে অ্যালজাইমার্স চিকিৎসায় খুলে যাবে নতুন দিগন্ত