Purulia News: আড়ম্বরের সঙ্গে পালিত হল শ্রাবণী মেলা, রইল ভিডিও...
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
পুরুলিয়ার ঝালদায় মহা ধুমধামের সঙ্গে হয়ে গেল দু'দিন ব্যাপী শ্রাবণী মেলা
পুরুলিয়া: প্রতিবছরের মতো এ বারেও ঝালদায় ধুমধামের সঙ্গে শুরু হয় শ্রাবণী মেলা। শুরু থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মাড়োয়ারি সম্প্রদায়ের মহিলারা এই মেলা পরিচালনা করে থাকেন। এবারে শনিবার শুরু হয় মেলা। দু’দিনব্যাপী চলে এই মেলা।
ঝালদা পুরসভার ছয় নম্বর কমিউনিটি হলে আয়োজিত হয়েছিল শ্রাবণী মেলা। ফিতে কেটে এই মেলার উদ্বোধন করেন ঝালদা পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধান মহেন্দ্র রুটাং। হাদিস ছিলেন বহু বিশিষ্টজন। মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়, মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্য নিয়েই এই মেলা আয়োজন করা হয়।
advertisement
advertisement
মেলায় নানান রকম জিনিসের স্টল ছিল। সেগুলিতে হাতে বানানো বিভিন্ন রকম দ্রব্য বিক্রি হয়। এছাড়াও রকমারি খাবারের সম্ভার বিক্রি হয়েছে এখানে। প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যে পর্যন্ত এই মেলা খোলা থাকে। এই শ্রাবণী মেলা ঘিরে প্রতিবছরই ঝালদার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। এবছরও মেলা শুরুর দিন থেকেই বহু মানুষের সমাগমে পরিপূর্ণ হয়ে ওঠে গোটা চত্বর। বেচাকেনাও যথেষ্ট ভাল হয়েছে। ফলে বিক্রেতারা খুশি এই মেলায় অংশগ্রহণ করতে পেরে।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
Location :
Kolkata,West Bengal
First Published :
July 24, 2023 9:38 PM IST