প্রতিকার চেয়ে স্থানীয় বাসিন্দারা গত মে মাসে একটি গণদাবী পত্র স্থানীয় কাউন্সিলর মনীন্দ্র নাথ বর্মনের কাছে নিয়ে আসে৷ এরপর সেই দাবীপত্রে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবার সুপারিশ করে দেন। এরপর এলাকাবাসীরা সেই দাবীপত্রর অনুলিপি জলপাইগুড়ি পৌরসভা, জেলাশাসক ও নবান্নে পাঠায়। এরপর নবান্নের পক্ষ থেকে জলপাইগুড়ি পৌরসভায় ইমেল পাঠিয়ে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়।
advertisement
আরও পড়ুনঃ মামার বাড়িতে বেড়াতে এসে মাছ ধরতে গিয়ে জলে ডুবে নিখোঁজ শিশু!
স্থানীয় কাউন্সিলর মনীন্দ্র নাথ বর্মন বলেন এবার পৌর ভোটে আমি দাঁড়াবার পর যখন ওই এলাকায় ভোট চাইতে যাই তখন স্থানীয় মানুষ আমাকে চেপে ধরে৷ তাদের কমিউনিটি টয়লেট এর বেহাল দশা দেখায়। তখন আমি বলি আমি নির্বাচিত হলে নিশ্চয়ই এই বিষয়গুলি সমাধান করবো। এরপর এলাকার মানুষ তাদের দাবীপত্র নিয়ে এলে তাতে আমি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করি।
আরও পড়ুনঃ ডেঙ্গু কিছুটা নিয়ন্ত্রনে আসলেও ফের সংক্রমণ আটকাতে জোর মশা দমনে
এরপর তারা তাদের দাবী পত্র নবান্নে পাঠায়। পৌরসভা থেকে ইঞ্জিনিয়ার গিয়েছিল। জানতে পারলাম অত্যন্ত দ্রুততার সাথে এই টয়লেট গুলি নির্মান করা হবে। এই বিষয় জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন নবান্ন থেকে ইমেল এসেছে। আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু করে দিয়েছি।
Geetashree Mukherjee





