TRENDING:

Jalpaiguri News: জবরদখলে চলা দায় ফুটপাথ দিয়ে! ক্ষোভে ফুঁসছেন জলপাইগুড়িবাসী

Last Updated:

জলপাইগুড়ি শহরের দুপাশের ফুটপাত দখল করছে ব্যবসায়ীরা। শহর জলপাইগুড়িরএসজেডিএ-এর পক্ষ থেকে সাধারণ মানুষের জন্যতৈরি করে দেওয়া হয়েছিল ফুটপাত। সেই ফুটপাত এখন ব্যবসায়ীদের দখলে রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়ি : জলপাইগুড়ি শহরের দুপাশের ফুটপাত দখল করছে ব্যবসায়ীরা। শহর জলপাইগুড়িরএসজেডিএ-এর পক্ষ থেকে সাধারণ মানুষের জন্যতৈরি করে দেওয়া হয়েছিল ফুটপাত। সেই ফুটপাত এখন ব্যবসায়ীদের দখলে রয়েছে। শুধু তাই নয় ফুটপাত এখন দোকানের পসরা সাজানোর মূল স্থান হয়ে দাঁড়িয়েছে। ফুটপাত দিয়ে সাধারণ মানুষ হেঁটে চলাফেরা করবে এটাই স্বাভাবিক। কিন্তু তার উপায় নেই বলেই অভিযোগ করছেন সাধারণ মানুষ। জলপাইগুড়ির ব্যস্ত স্থান দিনবাজারের সঙ্গে মালবাজার রাজ্য সড়কের অর্ধেক অংশই দখল করে রেখেছে বাস, ছোট গাড়ি এবং টোটো রিক্সা।
advertisement

যার ফলে টু লেনের রাস্তা হয়ে গিয়েছে ওয়ান লেন। এতেই সমস্যায় পড়েছে সাধারন মানুষ থেকে স্কুল ছাত্রছাত্রীরা। প্রায় প্রতিদিনই এই ছবি এখন চোখে পড়ছে ওদলাবাড়ি বাজার এলাকায়। এর থেকে নিস্তার কবে মিলবে, তার উত্তর নেই কারওর কাছে। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এই ছবি দেখা যাচ্ছে ওদলাবাড়ির রাজ্য সড়কে। এলাকার ব্যবসায়ী দিলীপ বসাক বলেন, এই রাস্তাটি এখন ছোট বাস স্ট্যান্ড হয়ে গেছে।

advertisement

আরও পড়ুনঃ কামতাপুর রাজ্য গঠনের দাবিতে চলছে রেল অবরোধ, সমস্যার সম্মুখীন যাত্রীরা

সব সময় রাস্তার ওপর দাঁড়িয়ে থাকে দু-তিনটি বাস। পাশাপাশি টোটো গাড়িও যেভাবে রাস্তার ওপর থাকে, তাতে যখন তখন বড় দুর্ঘটনা ঘটতে পারে। এব্যপারে প্রশাসনের দেখা উচিত। আই টি আই কলেজের শিক্ষক সৌমাব্য সেনগুপ্ত বলেন, অর্ধেক রাস্তা গাড়ি এবং টোটোর দখলে চলে গেছে। স্কুলের সময় ছাত্রছাত্রীদের যাতায়াতের সমস্যা হয়ে যায়। তার ওপর ভারী ডাম্পারের দাপাদাপি।

advertisement

View More

আরও পড়ুনঃ জলপাইগুড়িবাসীর জন্য নতুন চমক! ঢেলে সাজছে তিস্তা উদ্যান

যেকোনও মুহুর্তে বড় বিপদ অপেক্ষা করছে। মানুষজন যে যাতায়াত করবে তারও উপায় নেই। উল্লেখ্য টোটো চালকেরা দীর্ঘদিন ধরেই এলাকায় টোটো স্ট্যান্ডের দাবি করে আসছে কিন্তু এখনো সেই টোটো স্ট্যান্ড হয় নি। যার দরুন টোটো চালকদের রাস্তায় দাঁড়িয়ে প্যাসেঞ্জার ওঠাতে নামাতে হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

Surajit Dey

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: জবরদখলে চলা দায় ফুটপাথ দিয়ে! ক্ষোভে ফুঁসছেন জলপাইগুড়িবাসী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল