Jalpaiguri News: কামতাপুর রাজ্য গঠনের দাবিতে চলছে রেল অবরোধ, সমস্যার সম্মুখীন যাত্রীরা
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
Last Updated:
উত্তরবঙ্গের আটটি জেলা নিয়ে পৃথক কামতাপুর রাজ্য গঠনের দাবিতে চলছে রেল অবরোধ। আটক করা হল কলকাতা গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি রেল স্টেশনে ভোর থেকেই কামতাপুর স্টেট ডিমান্ড ফোরামের পক্ষ থেকে শুরু হয়েছে বারো ঘন্টাব্যাপী রেল অবরোধ।
#জলপাইগুড়ি : উত্তরবঙ্গের আটটি জেলা নিয়ে পৃথক কামতাপুর রাজ্য গঠনের দাবিতে চলছে রেল অবরোধ। আটক করা হল কলকাতা গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি রেল স্টেশনে ভোর থেকেই কামতাপুর স্টেট ডিমান্ড ফোরামের পক্ষ থেকে শুরু হয়েছে বারো ঘন্টাব্যাপী রেল অবরোধ। সকালে আসাম থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন আটকে যায় অবরোধকারীদের আন্দোলনে। রেল অবরোধের প্রভাব বেলা বাড়লে যে আরও বাড়বে তা ইতিমধ্যেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।
ট্রেন অবরোধে বিপাকে পড়েছেন যাত্রীরা। সংকটজনক রোগীকে নিয়ে কলকাতায় চিকিৎসার উদ্দেশে যাওয়া এক যাত্রী নিজের হতাশা প্রকাশ করে বলেন, "আমার সঙ্গে পেশেন্ট আছে, দ্রুত কলকাতা পৌঁছতে হবেই"। যদিও এই আন্দোলন প্রসঙ্গে কামতাপুর পিঁপলস পার্টির জলপাইগুড়ি জেলার নেতা বিষ্ণু রায় বলেন, আমাদের আজকের এই রেল অবরোধ কর্মসূচি পূর্ব ঘোষিত। উত্তরবঙ্গ বঞ্চিত, আমরা পৃথক কামতাপুর রাজ্য চাই।
advertisement
আরও পড়ুনঃ জলপাইগুড়িবাসীর জন্য নতুন চমক! ঢেলে সাজছে তিস্তা উদ্যান
পিপলস পার্টির নেতা অমিত রায় জানান, বহুবার আমরা রাজ্য ও কেন্দ্র সরকারকে স্মারকলিপি প্রদান করেছিলাম আমাদের পৃথক রাজ্যের দাবিতে। কোনও কথাই শোনেনি তারা। সেই কারণে আজ আমরা এই পদক্ষেপে অংশগ্রহণ করতে হলো। আধিকারিকরা আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। তাই আমাদের এই ১২ ঘন্টা রেল অবরোধ চলবে। যতক্ষণ না পর্যন্ত আমরা আশার সন্ধান পাবো, ততক্ষণ চলবে আমাদের এই অবরোধ। অন্যদিকে এক রেল যাত্রী জানান, তাদের এরুপ দাবির জন্য আমাদের সমস্যা সম্মুখীন হতে হচ্ছে।
advertisement
advertisement
Surajit Dey
Location :
First Published :
December 06, 2022 3:40 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: কামতাপুর রাজ্য গঠনের দাবিতে চলছে রেল অবরোধ, সমস্যার সম্মুখীন যাত্রীরা