এমনকি গত দু বছরের পরিস্থিতি কাটিয়ে ওঠার পর এবার অনেকটা লাভের আশা করছেন মিষ্টি ব্যবসায়ীরা। ময়নাগুড়ির এক মিষ্টি ব্যবসায়ী দুলাল সাহা বলেন, \"জামাই ষষ্ঠী উপলক্ষে বিভিন্ন ধরনের মিষ্টি যেমন ল্যাংচা মিহিদানা পানতোয়া তৈরি করা হচ্ছে। তবে বিশেষ করে চাহিদা থাকে রসগোল্লা ও দইয়ের।
আরও পড়ুনঃ বন্যা মোকাবিলায় জলপাইগুড়িতে বর্ষার আগে প্রস্তুতি সিভিল ডিফেন্স বাহিনীর
advertisement
আমরা এ বছর অত্যন্ত আশাবাদী যে ভালো ব্যবসা হবে। জলপাইগুড়ির এক মিষ্টি ব্যবসায়ী রাজকিশোর ঘোষ জানালেন, দুবছর করোনা পরিস্থিতির কারণে যে দুর্গতি হয়েছিল তা স্বাভাবিক ছন্দে ফিরে আসছে।
আরও পড়ুনঃ নর্থবেঙ্গল তাইকোন্ডো প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করল জলপাইগুড়ি
এবার স্পেশাল বলতে নানা ধরনের দই ও মিষ্টির পাশাপাশি ক্ষীরের শুকনো মিষ্টি, মালাই চমচম, ক্ষীরের প্রজাপতি, মুগের সোনপাপড়ি ইত্যাদি বানিয়েছি। আশা করি, ব্যবসা ভালো হবে। দাম সব কিছুরই স্বাভাবিক থাকছে
Geetashree Mukherjee