TRENDING:

Jalpaiguri News: অত্যধিক বৃষ্টির জের, জল মিশল পাম্পের পেট্রলে! তেল ভরে বিপদে চালকরা

Last Updated:

অত্যধিক বৃষ্টিপাতের জেরে চরম বিপদে গাড়ি চালকরা। পেট্রল পাম্পের তেলে মিশে গেল জল! সেই পেট্রল ভরায় চলছে না গাড়ি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: প্রবল বৃষ্টিতে বিপদের মুখে পেট্রল পাম্প মালিক। টানা বৃষ্টির জেরে জল ঢুকে গেল পেট্রল পাম্পের অয়েল রিজার্ভার ট্যাঙ্কে। প্রথমে বুঝতে না পারায় সেই জল মিশ্রিত তেল‌ বিক্রি করা হয়। সেই তেল গাড়ির ট্যাঙ্কে ভরে বিপদের মুখে পড়লেন গাড়ি চালকরা। ইঞ্জিন খারাপ হয়ে যাওয়ার আশঙ্কায় ভুগছেন অনেকে। গোটা ঘটনায় প্রবল অস্বস্তিতে পড়েছে পাহাড়পুরের পেট্রল পাম্পের মালিক।
advertisement

আরও পড়ুন: চা পাতা তোলার সময় শ্রমিকের ঘাড়ে ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ

গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে। বাদ নেই জলপাইগুড়িও। গত ২৪ ঘণ্টায় জলপাইগুড়িতে ১৪৩.৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তার জেরেই পাম্পের অয়েল রিজার্ভারে জল ঢুকে গিয়েছে বলে পাম্প মালিকের দাবি। পাহাড়পুরের ওই পেট্রল পাম্প কর্তৃপক্ষের দাবি, তাঁরা প্রথমে বুঝতে পারেননি বৃষ্টির জল লিক করে তেলে মিশে গিয়েছে। বৃষ্টির জেরে বিশেষ সেন্সর কাজ না করায় এমন বিপত্তি ঘটেছে বলে জানান।

advertisement

এদিকে জল মিশ্রিত পেট্রল গাড়িতে ভরে বিপদে পড়েছেন গাড়ি চালকরা। এই নিয়ে পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দেন তাঁরা। বৃষ্টির জল মিশ্রিত তেল গাড়িতে ভরার ফলে বেশিরভাগ গাড়ি চলছে না, এমনটাই জানা গিয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
কাজ নেই-র দিন শেষ,ছাদের তলায় বসেই কয়েক হাজার টাকা রোজগার ঘরের বউদের,সংসার চলছে রমরমিয়ে
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: অত্যধিক বৃষ্টির জের, জল মিশল পাম্পের পেট্রলে! তেল ভরে বিপদে চালকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল