আরও পড়ুন: চা পাতা তোলার সময় শ্রমিকের ঘাড়ে ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ
গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে। বাদ নেই জলপাইগুড়িও। গত ২৪ ঘণ্টায় জলপাইগুড়িতে ১৪৩.৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তার জেরেই পাম্পের অয়েল রিজার্ভারে জল ঢুকে গিয়েছে বলে পাম্প মালিকের দাবি। পাহাড়পুরের ওই পেট্রল পাম্প কর্তৃপক্ষের দাবি, তাঁরা প্রথমে বুঝতে পারেননি বৃষ্টির জল লিক করে তেলে মিশে গিয়েছে। বৃষ্টির জেরে বিশেষ সেন্সর কাজ না করায় এমন বিপত্তি ঘটেছে বলে জানান।
advertisement
এদিকে জল মিশ্রিত পেট্রল গাড়িতে ভরে বিপদে পড়েছেন গাড়ি চালকরা। এই নিয়ে পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দেন তাঁরা। বৃষ্টির জল মিশ্রিত তেল গাড়িতে ভরার ফলে বেশিরভাগ গাড়ি চলছে না, এমনটাই জানা গিয়েছে।
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 22, 2023 6:57 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: অত্যধিক বৃষ্টির জের, জল মিশল পাম্পের পেট্রলে! তেল ভরে বিপদে চালকরা





