TRENDING:

Jalpaiguri News: ঘাড় ধাক্কা শিক্ষিকাকে! অভিভাবকদের ডেকে শিক্ষিকাদের ওপর নির্যাতন চালায় টিচার ইন চার্জ!

Last Updated:

Jalpaiguri News: জলপাইগুড়িতর স্কুলে ঘটল ভয়াবহ ঘটনা! বিদ্যালয়ে অভিভাবকদের ডেকে শিক্ষিকাদের ওপর নির্যাতন চালানোর অভিযোগ উঠলো টিচার ইন চার্জের বিরুদ্ধে! ব্যাপক উত্তেজনা স্কুলে। আতঙ্কিত পড়ুয়ারা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়ি: জলপাইগুড়ির ঐতিহ্যবাহী মাড়োয়ারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের ডেকে শিক্ষিকাদের ওপর নির্যাতন চালানোর অভিযোগ উঠলো টিচার ইন চার্জ সরিতা চৌধুরীর বিরুদ্ধে। ব্যাপক উত্তেজনা স্কুলে। আতঙ্কিত খুদে পড়ুয়ারা। শুক্রবার জলপাইগুড়ি মাড়োয়ারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকাদের সঙ্গে দীর্ঘ দিন থেকে চলে আসা টিচার ইন চার্জের গন্ডগোল চরম আকার ধারণ করে।অসুস্থ হয়ে পড়েন এক শিক্ষিকা। অভিযোগ, সরিতা চৌধুরী নামের টিচার ইন চার্জ দীর্ঘ পাঁচ বছর থেকেই নাকি স্কুলের শিক্ষিকাদের মানসিক নির্যাতন করে আসছেন।শুক্রবার ঘটনা প্রকাশ্যে আসতেই জেলা শহরের চাঞ্চল্য শুরু হয়ে যায়।ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, এক শিক্ষিকা অসুস্থ হয়ে পড়ে রয়েছেন বেঞ্চের ওপর। তাকে ঘিরে রয়েছেন অনান্য কয়েকজন শিক্ষিকা।
অসুস্থ হয়ে পড়েছেন শিক্ষিকা 
অসুস্থ হয়ে পড়েছেন শিক্ষিকা 
advertisement

এই প্রসঙ্গে ওই স্কুলের এক শিক্ষিকা রীতা রাম অভিযোগ করে জানান, এই সরিতা চৌধুরী দীর্ঘ দিন থেকে স্কুলের বাকি শিক্ষিকাদের নানান অছিলায় মানসিক নির্যাতন করে আসছেন। টিচার ইন চার্জ সরিতা চৌধুরী দ্বারা মানসিক নির্যাতনের শিকার হয়ে অসুস্থ হয়ে পরা শিক্ষিকা বিভা ভট্টাচার্য কাঁদতে কাঁদতে বলেন, আমরা নতুন নিয়ম অনুযায়ী অন্য সার্কেল থেকে মাদার স্কুলে আবার ফিরে এসেছি, কিন্তু এই সরিতা চৌধুরী আমাদের কাজে যোগদান করতে দিচ্ছিলেন না। এই ঘটনা জেলা স্কুল পরিদর্শক অফিসে জানিয়েও কোনও লাভ হয়নি। আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছেন টিচার ইন চার্জ।

advertisement

আরও পড়ুন:  শোল মাছ পোড়া থেকে পায়েস! কৌশিকী অমাবস্যায় তারা মায়ের বিশেষ ভোগ

যদিও যাকে ঘিরে এত অভিযোগ সেই প্রধান শিক্ষিকার সঙ্গে স্কুলে এবং তার বাসভবনে এই ব্যাপারে প্রতিক্রিয়া নিতে গেলেও কোথাও ওনাকে পাওয়া যায় নি। এভাবে শহরের মধ্যে থাকা একটি ঐতিহ্যশালী স্কুলে শিক্ষিকাদের মধ্যে এমন অপ্রীতিকর ঘটনায় রীতিমত চাঞ্চল্য জলপাইগুড়িতে।অন্যদিকে, একজন টিচার -ইন-চার্জ হয়ে অনান্য সহকর্মীকে ঘাড়ধাক্কা মারার অভিযোগ মেনে নিতে পারছেন না অনান্য কর্মীরা।এদিন ঘটনাস্থলে উপস্থিত শিক্ষকা জানান, স্কুলে অভিভাবকদের নিয়ে একটি মিটিং এর আয়োজন করা হয়েছিল। যেখানেও গন্ডোগোল পাকান ওই টিচার ইন চার্জ। বের করে দেওয়া হয় অনান্য শিক্ষিকাদের। এদিকে এই ঘটনা প্রসঙ্গে জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র রায় আজ জানান, গতকাল এই স্কুলের শিক্ষিকারা আমার কাছে এসেছিলো। বিষয়টি দেখছি।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Geetasree Mukherjee

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: ঘাড় ধাক্কা শিক্ষিকাকে! অভিভাবকদের ডেকে শিক্ষিকাদের ওপর নির্যাতন চালায় টিচার ইন চার্জ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল