Birbhum News | Tarapith :শোল মাছ পোড়া থেকে পায়েস! কৌশিকী অমাবস্যায় তারা মায়ের বিশেষ ভোগ
- Published by:Piya Banerjee
Last Updated:
Birbhum News | Tarapith : কৌশিকী অমাবস্যা হল তারাপীঠের প্রধান উৎসব। জানুন তারা মায়ের বিশেষ ভোগ ও নানা রীতি!
#বীরভূম : কৌশিকী অমাবস্যা হল তারাপীঠের প্রধান উৎসব। এই কৌশিকী অমাবস্যায় প্রতিবছর দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের সমাগম হয়ে থাকে। করোনাকালে পর পর দু'বছর এই সমাগম বন্ধ থাকলেও এবার আগের ছন্দেই ফিরেছে তারাপীঠ। কৌশিকী অমাবস্যার দু'দিন আগে থেকেই তারাপীঠে পুণ্যার্থীদের আগমন ঘটতে শুরু করেছে। সেজে উঠেছে শক্তিপীঠ তন্ত্রপীঠ তারাপীঠ। সকালে স্নানের পর তারা মাকে রাজবেশে সাজানো হয়েছে। পাশাপাশি সকাল ছয়টা থেকে খুলে দেওয়া হয়েছে গর্ভগৃহের দরজা, যাতে করে পুণ্যার্থীরা তারা মাকে দর্শনের ক্ষেত্রে কোন রকম ভাবে অসুবিধার সম্মুখীন না হন।
এদিন রীতি মেনে দুপুর একটার সময় তারা মায়ের অন্ন ভোগের আয়োজন করা হয়। অন্ন ভোগের জন্য তারা মায়ের গর্ভগৃহের দরজা দুপুর বারোটার সময় বন্ধ করে দেওয়া হয় এবং অন্ন ভোগের পর ফের তা খুলে দেওয়া হয়। সন্ধ্যার সময় হবে মায়ের সন্ধ্যা আরতি এবং তারপর আয়োজন করা হবে মহাযজ্ঞের ও মায়ের কলস যাত্রার। এর পাশাপাশি বটুক ভৈরব বামদেবের পুজোর শুরু হচ্ছে তারাপীঠে আজ থেকে। নতুনভাবে এই পুজোর সূচনা করা হচ্ছে। যেহেতু এই দিনেই বামদেব তারা মায়ের দর্শন পেয়েছিলেন তাই এই পূজোর আয়োজন করছে তারাপীঠ মন্দির কমিটি।
advertisement
advertisement
কৌশিকী অমাবস্যার জন্য তারা মায়ের ভোগে থাকছে বিশেষ আয়োজন। থাকছে ১৬ থেকে ১৭ রকমের ভাজা, খিচুড়ি, পায়েস, পোলাও, অন্ন, চাটনি, মিষ্টি এবং শোল মাছ পোড়া। অন্যদিকে কৌশিকী অমাবস্যায় তারাপীঠে পাঁচ থেকে সাত লক্ষ পুণ্যার্থীদের আগমনের কথা মাথায় রেখে তারাপীঠ মন্দির কমিটি এবং বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে। পাশাপাশি আগত পুণ্যার্থীরা যাতে কোনরকম অসুবিধার সম্মুখীন না হন সেই দিকে নজর রাখার জন্য তাদের প্রয়োজনীয় পাণীয় জল, ওষুধপত্র এবং মেডিকেল টিমের ব্যবস্থা রাখা হয়েছে।
advertisement
Madhab Das
Location :
First Published :
August 26, 2022 4:48 PM IST