বর্তমানে ছাত্রীর পরিস্থিতি অবস্থা আশঙ্কাজনক হওয়ার তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালের স্থানান্তরিত করা হয়েছে।খবর পেয়ে ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা হাসপাতালে যান। পুলিশ ঘটনায় অভ্যন্তরীণ ভাবে তদন্ত শুরু করেছে। কলেজের অপর পড়ুয়াদের কথায়, ছাত্রী তিন তলাতেই ছিল। মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছে না কি অন্য কোনও ঘটনা রয়েছে তা এখনও জানা যায়নি।
advertisement
আরও পড়ুন: ধাক্কা দিয়ে মিষ্টির দোকানদারকে ফুটন্ত তেলের কড়াইয়ে ফেলে চম্পট ক্রেতার, ভয়ঙ্কর ঘটনা!
আরও পড়ুন: না কেচে দিনের পর দিন এক পায়জামা পরেন, সোশ্যাল মিডিয়ায় এ কথা বলতেই মহাবিতর্ক!
ছাত্রী বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। মাথায় এবং থুতনিতে আঘাত লাগায় সে কথা বলতে পারছে না। ছাত্রী সুস্থ হয়ে উঠলেই ঘটনা সম্পর্কে স্পষ্ট জানা যাবে। এই বিষয়ে কলেজের এক কর্মী বলেন, 'এক ছাত্রী কলেজের তিন তলা থেকে পড়ে যায়। তাকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসি। কী কারণে এমন ঘটনা ঘটল তা জানা যায়নি।'
উপর থেকে পড়ার ফলে বিকট শব্দ হয়, ছুটে আসে অন্যান্য ছাত্র-ছাত্রীরা। রক্তাক্ত অবস্থায় আহত ছাত্রীকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসার পর জলপাইগুড়িতে স্থানান্তরিত করা হয়েছে।
সুরজিৎ দে