বাঁকুড়া: দিনের পর দিন ধারে মিষ্টি খেয়েছিলেন ক্রেতা। ফের মিষ্টি খেয়ে টাকা চাইতেই দোকানদারকে ধাক্কা দিয়ে ফুটন্ত তেলের কড়াইয়ে ফেলে চম্পট দিল ক্রেতা। বুধবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের পোকাবাঁধ পাড়ে। আহত দোকানদারকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।
বিষ্ণুপুর শহরের পোকাবাঁধ পাড়ের বাজারে মিষ্টির দোকান রয়েছে কৃষ্ণপদ দে মোদকের। সেই দোকানে দিনের পর দিন ধারে খাবার খায় স্থানীয় টোটোচালক বর্ষাৎ। অভিযোগ, এদিন সকালে ফের ওই যুবক মিষ্টি খায়। এরপর দোকানদার কৃষ্ণপদ দে মোদক টাকা চাইতেই দু'জনের মধ্যে বচসা শুরু হয়। যুবক ক্রেতা বর্ষাৎ দোকানদারকে গালিগালাজ দিতে থাকে। গালিগালাজের প্রতিবাদ করতেই কৃষ্ণপদ দে মোদককে ধাক্কা দিয়ে দোকানের উনুনে চাপানো কড়াইয়ে ফুটন্ত তেলে ফেলে দিয়ে ওই যুবক চম্পট দেয় বলে অভিযোগ।
আরও পড়ুন: শৌচালয়ে পড়ে গিয়ে আশ্রমিকের মর্মান্তিক মৃত্যু, চাঞ্চল্য নদিয়ায়
আরও পড়ুন: জাতীয় সড়কে জরুরি কারণ দেখিয়ে গাড়ি দাঁড় করিয়েছিল ৫ জন, তার পরের ঘটনা শুনলে চমকে যাবেন!
ঘটনায় কৃষ্ণপদর হাত ও উরু ঝলসে যায়। প্রতিবেশী ব্যবসায়ী ও পরিবারের লোকজন তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সম্পূর্ণ ঘটনার কথা বিষ্ণুপুর থানায় ইতিমধ্যেই জানানো হয়েছে। বিষ্ণুপুরে মিষ্টির দোকানদারকে গরম তেলের কড়াই ফেলে দেওয়ার ঘটনায় কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত টোটো চালকে গ্রেফতার করে বিষ্ণুপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর অভিযুক্তের নাম বর্ষাত খাঁ। বাড়ি বিষ্ণুপুর শহরের শেখ পাড়ায়। আগামীকাল অভিযুক্তকে বিষ্ণুপুর আদালতে তোলা হবে ।
দেবব্রত মণ্ডল
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bankura news, Crime News