Nadia News: শৌচালয়ে পড়ে গিয়ে আশ্রমিকের মর্মান্তিক মৃত্যু, চাঞ্চল্য নদিয়ায়

Last Updated:

Nadia News: চাকরি জীবন থেকে অবসর নেওয়ার পরে শান্তিপুর মালোপাড়া সংলগ্ন যোগমায়া নামে একটি আশ্রমে আশ্রয় নিয়েছিলেন তপন কুমার মন্ডল।

আশ্রমিকের মর্মান্তিক মৃত্যু
আশ্রমিকের মর্মান্তিক মৃত্যু
শান্তিপুর: আশ্রমে আশ্রিত এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। ঘটনার জেরে পরিবারেও শোকের ছায়া নেমেছে। মৃত্যুর খবর পেতেই ছুটে আসে গোটা পরিবার। জানা যায়, মৃত ব্যক্তির নাম তপন কুমার মন্ডল, বয়স আনুমানিক ৬৫ বছর। পরিবার সূত্রে জানা যায়, ওই ব্যক্তির বাড়ি নদিয়ার বেথুয়াডহরিতে। তিনি একটি সরকারি হাসপাতালের গ্রুপ ডি-তে কাজ করতেন। চাকরি জীবন থেকে অবসর নেওয়ার পরে শান্তিপুর মালোপাড়া সংলগ্ন যোগমায়া নামে একটি আশ্রমে আশ্রয় নিয়েছিলেন তিনি।
তবে তাঁর পরিবারের ছেলেমেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় কর্মসূত্রে তাঁরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। এদিন বিকেলে আশ্রমে ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। আশ্রমের বেশ কিছু মানুষ তাঁকে নিয়ে যায় হাসপাতালে। যদিও হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। খবর দেওয়া হয় পরিবারকে। এদিন সকালে শান্তিপুর থানায় ছুটে আসে ওই ব্যক্তির পরিবারের সদস্যরা, এরপর কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার।
advertisement
advertisement
আরও পড়ুন: জাতীয় সড়কে জরুরি কারণ দেখিয়ে গাড়ি দাঁড় করিয়েছিল ৫ জন, তার পরের ঘটনা শুনলে চমকে যাবেন!
মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। এছাড়াও ওই ব্যক্তির কী কারণে মৃত্যু হল তা জানতে ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়। তবে সূত্রের খবর, ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছেন। মৃতের মেয়ে জানান, "গতকাল সাড়ে পাঁচটার সময় আমার কাছে ফোন আসে, ফোনে বলেন তোমার বাবা স্ট্রোক হয়েছে তোমরা তাড়াতাড়ি চলে আসো। বাবা থাকতেন শান্তিপুর মালোপাড়ার একটি আশ্রমে। বাবা আগে হসপিটালে গ্রুপ ডির চাকরি করতেন। এরপর অবসর নেওয়ার পরে পাকাপাকিভাবে ওই আশ্রমে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। আমরা মাঝে মধ্যে আসতাম এসে থাকতাম বাবার সঙ্গে। ওখানকার লোকেরা জানান বাথরুমে হঠাতই পড়ে যান। এর পরেই হাসপাতালে আনার সময় পথেই মৃত্যু হয়।"
advertisement
স্বাভাবিকভাবেই ওই ব্যক্তির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারের মধ্যে। চাকরি জীবন থেকে অবসর নিয়ে আশ্রমে থাকতে এসেছিলেন ওই ব্যক্তি। এরপরেই অস্বাভাবিকভাবে মৃত্যু হয় তাঁর বলে জানা যায়।
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: শৌচালয়ে পড়ে গিয়ে আশ্রমিকের মর্মান্তিক মৃত্যু, চাঞ্চল্য নদিয়ায়
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement