Crime News: জাতীয় সড়কে জরুরি কারণ দেখিয়ে গাড়ি দাঁড় করিয়েছিল ৫ জন, তার পরের ঘটনা শুনলে চমকে যাবেন!

Last Updated:

Crime News: এই ঘটনাকে কেন্দ্র করে বর্ধমান শহরের প্রবেশদ্বার উল্লাস এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গাড়ি দাঁড় করিয়ে ডাকাতির অভিযোগ
গাড়ি দাঁড় করিয়ে ডাকাতির অভিযোগ
বর্ধমান: জাতীয় সড়কে দুর্গাপুরের দিকে যাওয়া গাড়ি দাঁড় করিয়ে ডাকাতির পরিকল্পনা নিয়েছিল দুষ্কৃতীরা। গোপন সূত্রে সেই খবর পেয়ে সেই পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ। সেই সঙ্গে ডাকাতির সরঞ্জাম-সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বর্ধমান শহরের প্রবেশদ্বার উল্লাস এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধৃতরা আর কোন কোন অপরাধের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।
ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃতদের নাম বিবেক দাস, খোকন কোনাই, সঞ্জীব মাল, শেখ আফসার ও শম্ভু ঘোষ। বর্ধমান থানার বাজেপ্রতাপপুর ডাঙাপাড়া, খালাসিপাড়া, লোকো ও মিঠাপুকুর এলাকায় ধৃতদের বাড়ি।পুলিশ জানিয়েছে, সোমবার রাতে উল্লাস এলাকায় জাতীয় সড়কের পাশে দুর্গাপুরের দিকে ১২-১৩ জন রাস্তা দিয়ে যাতায়াত করা গাড়িতে ডাকাতি ও লুটপাটের পরিকল্পনায় জড়ো হয়েছিল। খবর পেয়ে সেখানে হানা দিয়ে ওই পাঁচজনকে ধরা হয়। দলের বাকিরা পালিয়ে যায়। ধৃতদের মঙ্গলবার বর্ধমান আদালতে পেশ করা হয়।
advertisement
বর্ধমান থানা বর্ধমান থানা
advertisement
আরও পড়ুন: না কেচে দিনের পর দিন এক পায়জামা পরেন, সোশ্যাল মিডিয়ায় এ কথা বলতেই মহাবিতর্ক!
অন্যদিকে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে যুবককে হুমকি দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম শেখ সামিম ওরফে বাদশা। বর্ধমান থানার খাগড়াগড় মসজিদতলায় তার বাড়ি। মঙ্গলবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে ১০ দিন নিজেদের হেফাজতে চায় পুলিশ। ধৃতকে পাঁচদিন পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম।
advertisement
আরও পড়ুন: সকালে ডিম সেদ্ধ করে খাচ্ছেন বিকেলে? ডিম সেদ্ধ করার কতক্ষণ পর আর খাওয়া উচিত না জানুন
পুলিস জানিয়েছে, গত ২৯ জানুয়ারি রাতে সামিম খাগড়াগড়েরই বাসিন্দা আহম্মেদ মণ্ডলকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। আগ্নেয়াস্ত্র বের করে তাঁকে প্রাণনাশের হুমকি দেয়। পরের দিন ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন আহমেদ। সেই অভিযোগের ভিত্তিতেই শেখ শামিমকে গ্রেফতার করা হয়েছে। সে আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেল, আগ্নেয়াস্ত্র রাখার বৈধ কাগজপত্র রয়েছে কিনা সেসব খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কী উদ্দেশ্যে সে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছিল তাও খতিয়ে দেখা হচ্ছে।
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime News: জাতীয় সড়কে জরুরি কারণ দেখিয়ে গাড়ি দাঁড় করিয়েছিল ৫ জন, তার পরের ঘটনা শুনলে চমকে যাবেন!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement