মৃত ছাত্রের পরিবার সূত্রে জানা গিয়েছে, সর্ব ভারতীয় নিট প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিং নিতে প্রায় ছ 'মাস আগে জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে কোটায় গিয়েছিল ইশানাংশু।বৃহস্পতিবার রাতে বন্ধুদের সাথে কোচিং সেন্টারের ব্যালকনির ছ'তলাতে গল্প করছিল সে। এরপর আচমকাই ঘটল অঘটন! জুতো পড়তে গিয়ে ব্যালকনিতে লাগানো জালে হেলান দিতে গিয়ে আচমকাই জাল খুলে ছয়তলা থেকে নীচে পড়ে যায় ইশানাংশু।সেই মর্মান্তিক দৃশ্য ধরা পড়েছে কোচিং সেন্টারের সিসিটিভি ফুটেজে।কোটার প্রশাসনের তরফে মৃত্যুর সংবাদ জানানো হয় পরিবারকে।ঘটনার কথা জানতে পেরে তড়িঘড়ি পরিবারের লোকেরা ছুটে যায় রাজস্থানের কোটায়।
advertisement
আরও পড়ুন - Jalpaiguri News: ফুল প্রেমীদের জন্য সুখবর! রংবেরঙের ফুল মেলা দেখতে উপচে পড়া ভিড় জলপাইগুড়িতে
রবিবার ইশানাংশুর নিথর দেহ নিয়ে পরিবারের লোকেরা বিমানে বাগডোগরা নিয়ে আসে।এরপর সড়ক পথে তার দেহ নিয়ে আসা হয় বাড়িতে।দেহ বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিজন।শেষ বারের মতো ইশানাংশুকে দেখতে ভিড় জমায় প্রচুর মানুষ।
আরও পড়ুন - Jalpaiguri News: রাস্তা না রোলার কোস্টার! বেহাল পথ নিয়ে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
ইতিমধ্যেই এই মেধাবী ছাত্রের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা ধূপগুড়ি জুড়ে।এই বিষয়ে পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন, "খুবই মর্মান্তিক ঘটনা।এই মৃত্যু কখনও মেনে নেওয়া যায় না।মেধাবী ছাত্রের মৃত্যুতে আমরা মর্মাহত,যা ভাষায় প্রকাশ করা যায় না।" এদিকে হোস্টেল কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে বলে দাবি করছে পরিবার।
Surajit Dey