হটাৎ নদীতে পড়ে যায় শাবকটি। স্থানীয় লোকজনের চিৎকারে ছুটে আসেন বনবিভাগের টহলরত কর্মীরা। গণ্ডার শাবকটিকে ভেসে যেতে দেখেই নিজেদের জীবনের পরোয়া না করেই খরস্রোতা নদী থেকে গণ্ডার শাবকটিকে উদ্ধারের কাজ শুরু করে। শেষমেশ বন দফতর খুনিয়া স্কোয়াডের কর্মীদের তৎপরতায় গণ্ডার শাবকটিকে অনেকটা দূরের নথুয়ার চর এলাকা থেকে উদ্ধার করতে সমর্থ হন বনকর্মীরা।
advertisement
আরও পড়ুন: বেহালাকাণ্ডে কড়া মুখ্যমন্ত্রী, ফোন মুখ্যসচিব-নগরপালকে! লরির চালক ধরা পড়ল বহু দূরে
আরও পড়ুন: সেপটিক ট্যাঙ্কে এ কী দৃশ্য! তরুণীর অর্ধনগ্ন রক্তমাখা লাশে ভিন ভিন করছে মাছি
উদ্ধারের পর শাবকটিকে তার মায়ের কাছে ফেরানোর কাজ শুরু করে। স্থানীয় মানুষের কাছ থেকে জানা গিয়েছে, সঠিক সময়ে নিজেদের জীবন বিপন্ন করে বন দফতরের কর্মীদের তৎপরতার জন্যই খরস্রোতা নদীতে ভেসে যাওয়ার হাত থেকে রক্ষা করা গেল গণ্ডার শাবকটিকে।
সুরজিৎ দে