কি জিনিস সেটি তা ভাল ভাবে দেখবার জন্য মোবাইলের আলো জ্বালেন। দৃশ্য দেখে চোখ কপালে ওঠে তার। দেখেন ঘরের শিলিং থেকে একটি সাপ ঝুলে আছে। সাপটি মায়ের মাথার কাছে জিভ নাড়াচ্ছে। এরপর চিৎকার জুড়ে দেয় মেয়ে। মেয়ের আর্তচিৎকার শুনে আশে পাশের মানুষ ছুটে আসে। কোনও ভাবে অসুস্থ মহিলাকে কোল পাঁজা করে তুলে ঘরের বাইরে নিয়ে আসেন। খবর পাঠানো হয় পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে। খবর পেয়ে দ্রুত বাইক চালিয়ে চলে আসেন তিনি।
advertisement
আরও পড়ুন: গল্পের মতোই 'নিখোঁজ' বাস্তবের মুকুল! ফেলুদার মতো খুঁজে আনতে দিল্লি গেল পুলিশ
আরও পড়ুন:
কিন্তু ততক্ষণে সাপটি সেখান থেকে পালিয়েছে। এরপর প্রায় এক ঘণ্টা ধরে গোটা বাড়ি তন্নতন্ন করে খুঁজে বাড়ির রেইন পাইপ থেকে সেই সাপটিকে উদ্ধার করেন। এরপর বিশ্বজিৎ বাবু ওই অসুস্থ মহিলাকে দীর্ঘক্ষণ র্যাট স্নেক নিয়ে বুঝিয়ে তার মন থেকে ভয় দূর করার চেষ্টা করেন। বিশ্বজিৎ দত্ত চৌধুরী বলেন এটি একটি র্যাট স্নেক ছিলো। উদ্ধার করে তাকে ফের বাড়ির কাছেই উপযুক্ত স্থানে ছেড়ে দেওয়া হয়েছে। আসলে র্যাট স্নেক একটি নির্বিষ সাপ। এটি সম্ভবত ইঁদুরের খোঁজে এই বাড়ির সিলিং এ ঢুকেছিল। আসলে এই পরিস্থিতির মুখোমুখি হয়ে অসুস্থ মহিলা ভয় পেয়ে আরও অসুস্থ হয়ে যান। আমি উনার পরিবারে এই সাপ নিয়ে সচেতনতা প্রচার করে উনার মন থেকে ভয় দূর করার চেষ্টা চালালাম।
সুরজিৎ দে