TRENDING:

Jalpaiguri News: পাহাড়ের বুকে খাদ্যমেলা, কনকনে ঠান্ডাতেও পর্যটকদের ভিড়! দেখুন

Last Updated:

পাহাড়ের বিভিন্ন গ্রামে লেপচা, রাই-সহ বিভিন্ন জনজাতির বাস। বিভিন্ন জনজাতির আলাদা আলাদা খাদ্যাভ্যাস রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়ি: ডুয়ার্সের সুন্দর জায়গা, নাম গরুবাথান। পাহাড়, নদী, ঝর্না ও বনাঞ্চল সম্বৃদ্ধ নৈস্বর্গিক পরিবেশ সর্বত্র বিরাজমান এখানে। পাহাড়ের বিভিন্ন গ্রামে লেপচা, রাই-সহ বিভিন্ন জনজাতির বাস। বিভিন্ন জনজাতির আলাদা আলাদা খাদ্যাভ্যাস রয়েছে। বর্তমানে গরুবাথানের বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে হোম স্টে, রিসর্ট ও লজ।
advertisement

পর্যটনের মাধ্যমে নতুন কর্মসংস্থানের দিশা তৈরি হয়েছে। পর্যটন মানচিত্রে গরুবাথানকে তুলে ধরতে এবং এই খাদ্যাভ্যাস চেনাতে স্থানীয় বাবড়ি ময়দানে শুরু হয়েছে দু'দিন ব্যাপী ফুড ফেস্টিভ্যাল। গরুবাথান ট্যুরিজম ডেভেলপমেন্ট সোসাইটি আয়োজিত এই ফুড ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জিটিএ'র ৪৩ নং সমষ্টির সদস্য রতন থাপা। উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্টজনেরা।

খাদ্যমেলার খাবার

advertisement

আরও পড়ুন: এলাকায় ব্যাপক প্রভাব, সেই তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার! নেপথ্যে CPIM?

View More

এদিন ফেস্টিভ্যাল কমিটির কার্যকরী সভাপতি তথা টুরিজম সোসাইটির অন্যতম উপদেষ্টা শ্যাম থাপা বলেন, 'মূলত গরুবাথানের পর্যটন ক্ষেত্রগুলিকে বাইরের মানুষের কাছে তুলে ধরতে এই সনাতন খাদ্য উৎসবের আয়োজন করা হয়েছে।' স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা তাঁদের চিরাচরিত খাদ্য তৈরি করেছেন। এর সঙ্গে একই উদ্দেশ্যে আগামিকাল এক র‍্যালি অনুষ্ঠিত হবে। র‍্যালি উদ্বোধন করতে আসবেন জিটিএ চেয়ারম্যান অনিত থাপা।

advertisement

আরও পড়ুন: জাঁকিয়ে শীত আর ক'দিন? কোথাও বাড়ছে কুয়াশা, কোথাও শৈত্যপ্রবাহের সর্তকতা! আবহাওয়ার বড় আপডেট

এদিন মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেল স্মরমিতা লেপচা তাদের ট্রাডিশনাল খাদ্য পেপের জিলাপি তৈরি করছে। অত্যন্ত সুস্বাদু জিলাপি। এছাড়াও বিভিন্ন প্রকার আচার, মারুয়ার মোমো, ঢেকিছাটা চাউল, সেল রুটি-সহ বিভিন্ন সাবেক খাদ্যের সম্ভার দেখা গেল মেলায়। নিজেদের চিরাচরিত পোশাক পড়ে রান্নায় হাত লাগিয়েছে মহিলারা। এদিন বহু পর্যটকেরাও এই অনুষ্ঠানে হাজির হয়। চলে নাচ, গান-সহ বিভিন্ন অনুষ্ঠান। রাত পর্যন্ত চলে এই অনুষ্ঠান। খুশি পর্যটকেরাও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: পাহাড়ের বুকে খাদ্যমেলা, কনকনে ঠান্ডাতেও পর্যটকদের ভিড়! দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল