এলাকায় ব্যাপক প্রভাব, সেই তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার! নেপথ্যে CPIM?
- Published by:Raima Chakraborty
Last Updated:
গ্রামবাসীদের অভিযোগ পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে লালটুকে।
#হাওড়া: সাত সকালে তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়ায় হাওড়ায়। আমতা চন্দ্রপুর ফাঁড়ির কাছে রানীহাটি আমতা রোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষোভকারীরা। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম লালটু মিদ্দে। তাঁর বাড়ি আমতার চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকার চাটরা এলাকায়।
গ্রামবাসীদের অভিযোগ পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে লালটুকে। তাঁদের অভিযোগ এই খুনের পিছনে সিপিআইএম জড়িত আছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘ দিন লাল্টু মিদ্দেকে হুমকি দিচ্ছিল সিপিএম ও বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। সেই হুমকিরই এই পরিণতি। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে আমতা থানার পুলিশ যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন: জাঁকিয়ে শীত আর ক'দিন? কোথাও বাড়ছে কুয়াশা, কোথাও শৈত্যপ্রবাহের সর্তকতা! আবহাওয়ার বড় আপডেট
advertisement
advertisement
আরও পড়ুন: আসবেন দেশ-বিদেশের অতিথিরা, জি-২০ সম্মেলনের আগে 'মেকওভার' কলকাতা বন্দরের
এদিন পুরুলিয়ায় পুড়ে যাওয়া মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পুরুলিয়ার মফঃ থানার রুদড়া জুনিয়ার স্কুলের সামনের মাঠে ঝলসে যাওয়া মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এলাকায় চাঞ্চল্য ছড়ায়, ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। কী ভাবে মৃতদেহটি ওই মাঠে এল তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 08, 2023 1:22 PM IST