গ্রামে হরিণ এসেছে খবর চাউর হতে হরিণ দেখতে ভিড় জমায় প্রচুর মানুষ।খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে। ঘটনাস্থলে বনকর্মীরা পৌঁছে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনকর্মী ও স্থানীয়দের অনুমান সোনাখালীর জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে হরিণটি।
আরও পড়ুন: এসি ছাড়াই মুহূর্তে ঠান্ডা হবে ঘর! গরম থেকে রেহাই পেতে জানুন এই উপায়
advertisement
বনদফতর সূত্রে জানা গিয়েছে,চিকিৎসার পর হরিণটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। এলাকার বাসিন্দা স্বপন রায় বলেন হরিণটিকে দেখা যায় আমাদের গ্রামের মধ্যে কুকুর তাড়া করছে এবং সেই দেখেই আমরা গ্রামবাসীরা একত্রিত হয়ে হরিণ উদ্ধারকরি বন দফতর হাতে তুলে দেওয়া হয় হরিণটিকে তারা পুনরায় বনে ছেড়ে দেবে এমনটিই জানা যায় গিয়েছে।
সুরজিৎ দে
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
April 14, 2023 7:42 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: হরিণকে ধাওয়া করছে একদল কুকুর! গ্রামের মধ্যে বাকিং ডিয়ারের ভয়াবহ দশা! জানুন