অবশেষে ছাগল চুরির ঘটনায় কিনারা করলেন এলাকাবাসী । ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি থানার বিন্নাগুরি আউটপোস্ট এলাকার তেলিপাড়ার কালুয়া কলোনির উড়িয়াপট্টিতে । ছাগল চুরির ঘটনায় তাঁরা সন্দেহ করছিলেন চিতাবাঘকে । আর সত্যিই তাঁদের সন্দেহে কোনও ভুল ছিল না । এমনটাই প্রমাণিত হল এ দিন । চিতাবাঘের ছাগল চুরির ঘটনাই রহস্য। বিষয়টি নিয়ে চিন্তার পাশাপাশি নজর রাখছিলেন এলাকাবাসী। কে নিচ্ছে এভাবে ছাগল? কিন্তু এ দিন রাতে আর পার পেল না চোর । ছাগল শিকারে এসে আটকেপড়লো চিতাবাঘ । অবশেষে ঘুমপাড়ানি গুলি করে চিতাবাঘকে উদ্ধার করল বনদফতর।
advertisement
আরও পড়ুন : আপনার রাশি অনুযায়ী কোন প্রসাদ দেবেন জন্মাষ্টমীর পুজোয়? ভাগ্য সুপ্রসন্ন করতে জানুন এখনই
বুধবার রাতে আওয়াজ শুনে আলো ফেলতেই রহস্য ফাঁস । চোখের সামনে জলজ্যান্ত চিতা । লাইট দেখে ঘরে ঢুকতেই বেড়ার জালে আটকা পড়ল সেই শ্বাপদ । বুধবার রাতে ফের ছাগল খেতে এসেই বিপত্তি । চুপিচুপি আর জঙ্গলে পালাতে পারল না চিতা। ঘটনায় আতঙ্কিত বাড়ির মালিক শ্যাম ওঁরাও । চোখের সামনে চিতাবাঘ দেখে এলাকাবাসীরা খবর দেন বনদফতরকে । খবর যায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের পাশাপাশি বনদফতরের অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরীর কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনকর্মীরা এবং বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশ। রাতে ঘুমপাড়ানি গুলিতে কাবু করে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায় বনদফতর ।






