এমনই এক বিক্রেতা স্বপন রায় জানালেন, এবার ও ভালোই চাহিদা বিভিন্ন ফুল গাছ সহ অর্কিডের। নিজের বাড়ি সাজাতে ফুল প্রেমী পূর্বালী গুহ চক্রবর্তী বেজায় খুশি। পথের ধারে এতো সুন্দর ফুল গাছের বাজার পেয়ে, দাম প্রসঙ্গে জানালেন, নিজেদের হাত খরচ কিছুটা কাম করলেই এই শখ মেটানো যায়। করোনা অতিমারী বাড়িয়েছে গাছের প্রতি মানুষের প্রেমের মাত্রা, এমনটাই মনে করেন জলপাইগুড়ি শহরের অপর এক গাছ প্রেমী শুভ্রজিৎ ঘোষ।
advertisement
আরও পড়ুনঃ মর্মান্তিক! বাইক নিয়ে রাস্তা থেকে খাদে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির
তিনি বলেন, এই পথের ধারের অস্থায়ী দোকান গুলোতেও অনেক মূল্যবান অর্কিড, সহ বিভিন্ন অঞ্চলের কিছু বিশেষ ফুলগাছও পাওয়া যায়।দীর্ঘ সময় থেকে এই শহরে নিজের বাড়িতে ফুল এবং অর্কিড নিয়ে চর্চা করে আসছি। তবে করোনা অতিমারী যেন মানুষকে শিক্ষা দেওয়ার পাশাপাশি ফুল এবং অন্যান্য গাছের প্রতি প্রেমকে অনেকাংশেই বাড়িয়ে দিয়েছে, যেটি সমগ্র পৃথিবীর জন্যই বেশ ভাল।
Surajit Dey