Jalpaiguri News: মর্মান্তিক! বাইক নিয়ে রাস্তা থেকে খাদে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
Last Updated:
মেটেলি ব্লকের জুরন্তি চা বাগানে আত্মীয়র বাড়ি থেকে মাল ব্লকের ডামডিম চাবাগানে বাড়ি ফেরার সময় ৩১ নং জাতীয় সড়কের ধারে ঝোড়া মধ্যে পড়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালবাজার থেকে ডামডিমের মধ্যবর্তী বাঁশবাড়ি এলাকায়।
#জলপাইগুড়ি : মেটেলি ব্লকের জুরন্তি চা বাগানে আত্মীয়র বাড়ি থেকে মাল ব্লকের ডামডিম চাবাগানে বাড়ি ফেরার সময় ৩১ নং জাতীয় সড়কের ধারে ঝোড়া মধ্যে পড়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালবাজার থেকে ডামডিমের মধ্যবর্তী বাঁশবাড়ি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বিকি নায়েক, বয়স ৪২ বছর। মৃত বিকি নায়েকের বাড়ি ডামডিম চা বাগানের নর্থ গ্রান্ট ডিভিশনের বাবু লাইন শ্রমিক মহল্লায়।
বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেড়িয়ে সাধারণ মানুষের চোখে পড়ে বাইক সহ এক ব্যক্তি ঝোড়া ভেতর পড়ে রয়েছেন। দুর্ঘটনার খবর পেয়েই মালবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে এবং বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মালবাজার থানার পুলিশ সূত্রে জানা গেছে, " সম্ভবত রাতের অন্ধকারে দুর্ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুনঃ চা বাগানের শ্রমিকের মেয়ে এবার জাতীয় স্তরের কুস্তিতে
মৃতদেহটি ময়নাতদন্তর জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে"। ঘটনার তদন্ত শুরু করেছে মালবাজার থানার পুলিশ।মৃত্যুর খবর পেয়ে মাল থানায় ছুটে আসেন তাঁর পরিবারের সদস্যরা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বাবু লাইনের শ্রমিক মহল্লায়।
advertisement
advertisement
Surajit Dey
Location :
First Published :
December 14, 2022 8:12 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: মর্মান্তিক! বাইক নিয়ে রাস্তা থেকে খাদে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির