Jalpaiguri News: চা বাগানের শ্রমিকের মেয়ে এবার জাতীয় স্তরের কুস্তিতে

Last Updated:

মহিলাদের কুস্তিতে জলপাইগুড়ির নাম উজ্জল করলমাল ব্লকের দুই স্কুল ছাত্রী। এই দুই স্কুল ছাত্রীর নাম মমতা মাঝি এবং মমতার মাঝি। দুজনের বাড়িই মাল ব্লকের মেচ বস্তি এলাকায়। দুজনেই ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস টুয়েলভের ছাত্রী।

+
title=

#জলপাইগুড়ি : মহিলাদের কুস্তিতে জলপাইগুড়ির নাম উজ্জল করলমাল ব্লকের দুই স্কুল ছাত্রী। এই দুই স্কুল ছাত্রীর নাম মমতা মাঝি এবং মমতার মাঝি। দুজনের বাড়িই মাল ব্লকের মেচ বস্তি এলাকায়। দুজনেই ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস টুয়েলভের ছাত্রী। আগামী ২০ তারিখ মহারাষ্ট্রে জাতীয় স্তরে খেলতে যাচ্ছে তারা। আর এতেই খুশির হাওয়া বইছে জলপাইগুড়ি জেলা জুড়ে। এদিন ওদলাবাড়ি স্কুলের পক্ষ থেকে দুই ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি ন্যাশনালে যাতে ভাল ফল করে, সেই জন্য আশির্বাদ করেন স্কুল শিক্ষক শিক্ষিকারা।
ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরুমোহন রায় বলেন, "এটা আমাদের স্কুলের জন্য গর্বের বিষয়। আমাদের স্কুলের ছাত্রী কুস্তিতে ন্যাশনাল খেলতে যাচ্ছে। কিছু দিন আগে রাজ্য স্তরে এক জন প্রথম এবং আর একজন তৃতীয় হয়েছে।" এ ব্যাপারে মমতার মাঝি বলে, কিছুদিন আগে কলকাতায় জাতীয় স্তরে কুস্তি প্রতিযোগিতায় আমি প্রথম হয়েছি এবং মমতা মাঝি তৃতীয় হয়েছে। আমরা ন্যাশনাল খেলার সুযোগ পেয়েছি। এটা আমাদের কাছে খুব আনন্দের ব্যাপার।
advertisement
আরও পড়ুনঃ সহকর্মীর আত্মহত্যার প্রতিবাদে রাস্তায় নামলেন আশা কর্মীরা
আমাদের অনুশীলন করার সেরকম পরিকাঠামো নেই। তবু আমাদের কোচ আশিষ শীল, আমাদের গাজোলডোবায় এবং কোলকাতায় অনুশীলন করিয়ে যাচ্ছেন। আমাদের আশা ন্যাশনালেও আমরা ভাল ফল করবো। আগামী ২২-২৩ ডিসেম্বর মহারাষ্ট্রে আমাদের ন্যাশনাল খেলা হবে। ২০ ডিসেম্বর আমরা রওনা দেবো। ওদলাবাড়ির মত ছোট্ট জায়গা থেকে এই দুই ছাত্রীর সাফল্যে খুশি সকলেই। ন্যাশনালেও যাতে তারা সাফল্য লাভ করে, সেই দিকেই তাকিয়ে জেলার মানুষ।
advertisement
advertisement
Surajit Dey
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: চা বাগানের শ্রমিকের মেয়ে এবার জাতীয় স্তরের কুস্তিতে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement