Jalpaiguri News: সহকর্মীর আত্মহত্যার প্রতিবাদে রাস্তায় নামলেন আশা কর্মীরা
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
Last Updated:
সরকারি কাজ করতে গিয়ে রাজনৈতিক চাপ। আর সেই চাপ সইতে না পেরে আত্মঘাতী আশা কর্মী। তারও প্রতিবাদ জানিয়ে জলপাইগুড়িতে আশা কর্মীরা প্রতিবাদে বাংলা আবাস যোজনার কাজ থেকে তাদের অব্যাহতি দিতে হবে।
#জলপাইগুড়ি : সরকারি কাজ করতে গিয়ে রাজনৈতিক চাপ। আর সেই চাপ সইতে না পেরে আত্মঘাতী আশা কর্মী। তারও প্রতিবাদ জানিয়ে জলপাইগুড়িতে আশা কর্মীরা প্রতিবাদে বাংলা আবাস যোজনার কাজ থেকে তাদের অব্যাহতি দিতে হবে। এই মর্মে দ্রুত নির্দেশিকা প্রকাশের দাবীতে জলপাইগুড়ি মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের বিক্ষোভ আন্দোলনে সামিল হল আশা কর্মীরা। সোমবার সপ্তাহের প্রথম দিনেই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস উত্তাল হয়ে উঠলো আসা কর্মীদের আন্দোলনে। উল্লেখ্য, সম্প্রতি রাজ্য সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার সঠিক উপভোক্তাদের চিহ্নিত করার কাজে গ্রামেগঞ্জে আশা কর্মীদের যুক্ত করেছে।
আর এতেই গেল গেল রব উঠেছে গ্রামীণ তৃণমূল নেতৃত্বের। কারণ অভিযোগ উঠছে স্থানীয় তৃণমূল নেতা এবং পঞ্চায়েত এর খুশি মতো ইতিমধ্যেই এমন বহু মানুষ প্রধানমন্ত্রী আবাসের ঘর পেয়েছেন যাদের পাওয়া আইন বিরুধ্যে। আশা কর্মীদের গ্রামে গিয়ে সেই অবৈধ ভাবে ঘর পাওয়া উপভোক্তার পক্ষেই রিপোর্ট দিতে চাপ এবং হুমকি দিচ্ছে তৃণমূল নেতা কর্মীরা। এরই বিরুদ্ধে সোমবার আসা কর্মীদের সংগঠনের পক্ষ থেকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে বিক্ষোভ দেখিয়ে স্বারোকলিপী প্রদান করা হয়।
advertisement
advertisement
এই প্রসঙ্গে জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে আশা কর্মীরা সার্ভে করতে যাচ্ছে বাড়িতে বাড়িতে সেসব জায়গায় দেখা যাচ্ছে সঙ্গে একজন করে বর্তমান সরকারের কর্মী সঙ্গে থাকছে অভিযোগ উঠছে তাদের কাজের করতে বাধা সম্মুখীন হতে হচ্ছে। শহর জলপাইগুড়ির বিভিন্ন স্থানে কারণ তাদের কথা না মেনে যদি কাজ করা হয় কোথাও আবার হুমকির শিকার হতে হচ্ছে আশা কর্মীদের।
advertisement
Surajit Dey
Location :
First Published :
December 12, 2022 8:10 PM IST