আরও পড়ুন: থাইল্যান্ডের অর্কিড এখন জলপাইগুড়িতে! মন কাড়বে পর্যটকদের
জলপাইগুড়ির অঙ্গনওয়াড়ি কর্মীরা এদিন একটি স্মারকলিপি জেলা প্রকল্প আধিকারিকের মাধ্যমে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রীর কাছে পাঠান। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে মূলত শিশু ও মায়েদের পরিষেবা প্রদান করা হয়। অবিলম্বে কেন্দ্রগুলোতে নতুন শিক্ষানীতি চালু করার দাবি জানানো হয়। এছাড়া সাম্মানিক ভাতা বাড়ানো, পেনশন, গ্র্যাচুইটি সহ আরও কিছু দাবি নিয়ে জোরদার আন্দোলন শুরু করেছেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। তাঁদের অভিযোগ, মোবাইলের জন্য অর্থ বরাদ্দ থাকলেও বর্তমানে তা দেওয়া হচ্ছে না। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর সামগ্রিক মানোন্নয়ন, কর্মী ও সহায়িকাদের শূন্যপদ পূরণ, শিশুদের খাদ্যসামগ্রী সহ অন্যান্য জিনিসের মানোন্নয়নের দাবি তোলা হয়।
advertisement
জেলায় বেশকিছু অঙ্গনওয়াড়ি কর্মীর পদ শূন্য আছে, সেগুলো পূরণের দাবি তোলা হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী সংগঠনের রাজ্য কমিটির কার্যকরী সভাপতি মৌসুমি ঘোষ বলেন, নতুন শিক্ষানীতি চালু না হওয়ায় সহায়িকা ও কর্মীরা প্রমোশন থেকে বঞ্চিত হচ্ছেন।
সুরজিৎ দে