Jalpaiguri News: থাইল্যান্ডের অর্কিড এখন জলপাইগুড়িতে! মন কাড়বে পর্যটকদের
- Reported by:SUROJIT DEY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
থাইল্যান্ড থেকে আনা অর্কিড এবার মন কাড়বে পর্যটকদের
জলপাইগুড়ি: ডুয়ার্স পর্যটকদের কাছে বরাবরই খুব প্রিয় একটি পর্যটন কেন্দ্র। এবার পুজোয় ভ্রমণ পিপাসু মানুষদের একটার পর একটা চমক দিতে প্রস্তুত উত্তরবঙ্গের ডুয়ার্স। জলপাইগুড়ির মোহিতনগর পর্যটকদের কাছে হতে চলেছে অন্যতম একটি আকর্ষণীয় স্থান। মোহিতনগরের অর্কিড গার্ডেনের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। উত্তরবঙ্গের ফুল চাষিদের উৎসাহ দিতে থাইল্যান্ড থেকে প্রায় ৮৫ রকমের রং-বেরঙের অর্কিড আমদানি করেছে রাজ্যের হর্টি কালচার দফতর।
আরও পড়ুন: ইনডোর গেম ক্যারামের জনপ্রিয়তা বাড়ছে
থাইল্যান্ড থেকে আনা অর্কিডের চারা গাছগুলি দিয়ে সাজানো হয়েছে উত্তরবঙ্গের প্রথম অর্কিড গার্ডেন ‘উর্বি জারা’। জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিতনগর হলদিবাড়ি মোড় এলাকায় রাজ্য হর্টি কালচার দফতরের উদ্যোগে পিপিপি মডেলে তৈরি করা হয়েছে উর্বি জারা নামের এই অর্কিড গার্ডেনটি। এই অর্কিড গার্ডেনে দু’ভাগে কাজ করা হবে। একটিতে থাকবে প্রদর্শনী ও অর্কিড বিক্রয়ের ব্যবস্থা এবং অন্যটিতে হবে প্রোডাকশন। আপাতত ৮৫ টি বিভিন্ন প্রজাতির অর্কিড দিয়ে শুরু করা হলেও আগামীতে প্রজাতির সংখ্যা বাড়ানো হবে বলেই জানিয়েছেন মন্ত্রী।
advertisement
advertisement
একইভাবে সঙ্গে বেশ কিছু গাছের শিশু কালচার করে ব্যপক হারে প্রোডাকশনও করা হবে। আবার চাষিদের প্রশিক্ষন দিয়ে অর্কিড চাষে উৎসাহ দেওয়া হবে। এই প্রকল্পের মূল লক্ষ্য, উত্তরবঙ্গের ফুলের বাজারগুলিতে চিরাচরিত ফুলের পাশাপাশি অর্কিডের যোগান বাড়ানো। কারণ উত্তরবঙ্গে অর্কিডের যথেষ্ট চাহিদা আছে। কিন্তু উৎপাদন কম থাকার কারণে সবসময় ওই ফুল নাগালের বাইরেই থাকে। তাই এবার অর্কিডের উৎপাদন বাড়াতেই এই উদ্যোগ। মন্ত্রী গোলাম রাব্বানী জানান, উত্তরবঙ্গে হর্টি কালচারের সম্ভাবনা আছে। যে কারণে মুখ্যমন্ত্রী নির্দেশে এই ধরনের প্রজেক্ট নেওয়া হচ্ছে। এর আগে শিঙ্কোনার উৎপাদন বাড়াতে টিশু কালচারের প্রজেক্ট নেওয়া হয়েছে। এছাড়াও ড্রাগন ফ্রুট ছাড়াও স্ট্রবেরি করা হয়েছে। এবার অর্কিডের বড় প্রজেক্ট শুরু হল। আশা করা যাচ্ছে অর্কিড চাষে সাফল্য আসবে। অ্যাডিশনাল চিফ সেক্রেটারি সুব্রত গুপ্ত জানান, এই বাগানটির একদিকে থাকবে অর্কিড গাছ এবং ফুল পরিদর্শনের ব্যবস্থা। অর্কিড প্রেমী, পর্যটক এবং সাধারণ মানুষ তা দেখতে পাবেন। সেখান থেকে তাঁরা চারা যেমন কিনতে পারবেন পাশাপাশি অর্কিড চাষের ধারণাও নিতে পারবেন।
advertisement
গার্ডেনের অন্যদিকে বড় আকারে অর্কিডের চারা উৎপাদন করা এবং টিশু কালচার করা হবে। বর্তমানে এখানে ৮৫ প্রজাতির অর্কিড আছে। এর মধ্যে বেশ কিছু অর্কিড থাইল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে। আগামীতে আরও চারা নিয়ে আসা হবে। প্রয়োজনে থাইল্যান্ড ছাড়াও নেদারল্যান্ড থেকেও আনা হবে। অর্কিডপ্রেমী এবং চাষিদের উৎসাহ দেওয়া হচ্ছে। যারা ইচ্ছুক থাকবেন তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
advertisement
সুরজিৎ দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 11, 2023 3:38 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: থাইল্যান্ডের অর্কিড এখন জলপাইগুড়িতে! মন কাড়বে পর্যটকদের









