রাস্তার হাইড্রেন কাজ করে না। যার জেরে সমস্ত জল জমে রাস্তায়। খারাপ নিকাশী ব্যবস্থার জন্য টানা প্রতিবাদ এমনকি অবরোধ করলেও প্রশাসন কিছু করেনি বলে অভিযোগ। সাকোয়াঝোড়া ১নং গ্রাম পঞ্চায়েত এলাকার অজয় ঘোষ কলোনি এলাকার এক বাসিন্দা জানান, নিকাশি নালা না থাকার কারণে এই অবস্থার সম্মুখীন হতে হচ্ছে।
আরও পড়ুনঃ মামার বাড়িতে বেড়াতে এসে মাছ ধরতে গিয়ে জলে ডুবে নিখোঁজ শিশু!
advertisement
বাড়ির মধ্যে বন্দী হয়ে থাকতে হচ্ছে। বর্ষা তে হাঁটু জল ভেঙে রাস্তা পার হতে হচ্ছে। প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই। আমরা বার বার জানিয়েছি। এলাকাবাসীরা আরো অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় পঞ্চায়েত প্রশাসনকে জানানো সত্ত্বেও কোন ব্যবস্থা গ্রহণ করেনি। অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। পানীয় জল নেওয়া থেকে কাজে বের হওয়া যেন দূরহ হয়ে উঠছে।
আরও পড়ুনঃ ডেঙ্গু কিছুটা নিয়ন্ত্রনে আসলেও ফের সংক্রমণ আটকাতে জোর মশা দমনে
গাড়ি চলাচলের ক্ষেত্রেও যে কোনো সময় দূর্ঘটনা হতে পারে। এ সব নিয়েই থাকতে হচ্ছে আমাদের। যদিও এই বিষয়ে সাকোয়াঝোড়া ১ নং জি পি র প্রধান বিনোদ ওরাও বলেন, আমি স্থানীয়দের দাবির কথা শুনেছি। হাইড্রান্ট না থাকায় এই সমস্যা হচ্ছে। প্রশাসন দেখছে বিষয় টি।
Geetashree Mukherjee





