বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা ঘটনাস্থলে হাতির দলকে ড্রাইভ করে জঙ্গলে পাঠানোর চেষ্টা করছে। শব্দ বাজি ফাটিয়ে লোকালয় থেকে জঙ্গলের দিকে তাড়ানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু এখনও হাতির দুইটি দলই চা বাগানেই দাঁড়িয়ে রয়েছে।
আরও পড়ুন ঃ বেহাল নিকাশি, জলপাইগুড়ির পুরপ্রধানকে তলব হাইকোর্টের সার্কিট বেঞ্চের
বনবিভাগের কর্তাদেত কথায়, হাতি দলটিকে ড্রাইভ করে জঙ্গলের দিকে পাঠানো হচ্ছে। তবে সন্ধ্যার অন্ধকার না নামলে নিশ্চিত ভাবে কিছুই বলা সম্ভব নয়। জঙ্গল থেকে বেরিয়ে হাতির দল দুইটি লোকালয়ে ঢুকে পড়েছিল।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 05, 2023 8:35 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News : বাগানে দাপিয়ে বেড়াচ্ছে এক পাল হাতি! মাথায় উঠল চা পাতা তোলার কাজ






