Jalpaiguri News: বেহাল নিকাশি, জলপাইগুড়ির পুরপ্রধানকে তলব হাইকোর্টের সার্কিট বেঞ্চের

Last Updated:

জলপাইগুড়িতে অবস্থিত কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের কর্মী আবাসনে সঠিক নাগরিক পরিষেবা পৌঁছনো নিশ্চিত করতে পুরপ্রধানকে তলব

+
title=

জলপাইগুড়ি: পুরসভার ২৫ টি ওয়ার্ডের মধ্যে বেশ কয়েকটির নিকাশির হাল ও রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ। এটাই জলপাইগুড়ি পুরসভার বাস্তব অবস্থা। এদিকে বর্ষাকাল শুরু হয়ে যাওয়ায় সমস্যা আরও বেড়েছে। এমনকি জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের যে সার্কিট বেঞ্চ আছে সেখানকার বিচারপতি ও কর্মীদের আবাসনেও সঠিকভাবে পুর পরিষেবা পৌঁছচ্ছে না। সেখানেও নিকাশির বেহাল অবস্থা। তাতে ক্ষুব্ধ আদালত শেষ পর্যন্ত জলপাইগুড়ির পুরপ্রধানকে তলব করে। তাঁর উপস্থিতিতে এই পরিস্থিতির সমাধানের লক্ষ্যে বৈঠক হয় হাইকোর্টের সার্কিট বেঞ্চে।
জলপাইগুড়ির নেতাজি পাড়া মোড় এবং শহরের প্রাণকেন্দ্র জলপাইগুড়ি কদমতলার পার্শ্ববর্তী বিভিন্ন রাস্তার বেহাল দশা। এই অবস্থায় হাইকোর্টের বিচারপতি ও সার্কিট বেঞ্চের কর্মীদের আবাসনে যাতে সঠিকভাবে পুর পরিষেবা দেওয়া হয় তা নিশ্চিত করতে ডেকে পাঠানো হয় পুরসভার কাউন্সিলর ও পুরপ্রধানকে। মূলত স্বচ্ছ ড্রেনেজ ব‍্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, স্বাস্থ্য পরিষেবা, রাস্তা ও পানীয় জল পরিষেবা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
advertisement
advertisement
জলপাইগুড়ির পুরপ্রধানের উপস্থিতিতে ওই বৈঠকে হাইকোর্টের পক্ষ থেকে সুজিত‌কুমার বসু বলেন, শুধুমাত্র হাইকোর্টের বিষয় নয়, নাগরিক পরিষে‌বার কথাও বলা হয়েছে। সার্কিট বেঞ্চ চত্বরে মহিলা ও পুরুষ‌দের জন্য দুটো করে বায়ো টয়লেটের কথা বলা হয়েছে। এছাড়া কম্পোজিট কমপ্লেক্সে বসবাসকারী কর্মিদের আবাসনে পানীয় জল, স্বচ্ছতা, স্বাস্থ্য পরিষেবা সম্পর্কিত বিষয়ে বিভিন্ন সমস্যা‌র কথাও কর্মচারীদের পক্ষ থেকে জানানো হয়।
advertisement
এই বৈঠক প্রসঙ্গে জলপাইগুড়ির পুরপ্রধান পাপিয়া পাল বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা সর্বদাই এই বিষয়গুলোর প্রতি বিশেষ নজর দিয়ে থাকি। আগামীতে যাতে ওই এলাকায় আরও ভাল নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টাই করা হবে।
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: বেহাল নিকাশি, জলপাইগুড়ির পুরপ্রধানকে তলব হাইকোর্টের সার্কিট বেঞ্চের
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement