এদিকে, ব্যারেজ থেকে আরো জল ছাড়ায় এলাকায় জল বাড়ার আশঙ্কায় রাতের ঘুম উড়ে গিয়েছে তিস্তা তীরবর্তী এলাকার মানুষের।অন্যদিকে শহরের করলা নদীতেও জলস্তর বেড়েছে। তার উপর ফের জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতর জানানোয় বাসিন্দাদের আতঙ্ক বাড়ছে জেলা সদর সহ গোটা জলপাইগুড়িতে। অন্যদিকে বৃষ্টিতে চাষের জমি পুরো ডুবে গেছে। জল বের করতে হিমশিম খেতে হয় মানুষজনকে। এক নম্বর ওয়ার্ডের রাজবাড়ী পাড়ার একটি নার্সিংহোম লাগোয়া এলাকা জলে থৈথৈ হয়ে গেলে এলাকার চারটি পরিবারের সমস্যা চরমে ওঠে।
advertisement
আরও পড়ুনঃ দু'হাজার জন মানুষের জন্য ৪ টি কমিউনিটি টয়লেট! বিষয় গড়াল নবান্নতে
Contact for flood information: 03561-233032
এই প্রসঙ্গে আরো উল্লেখ্য, রাতের টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল ধূপগুড়ির গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের মধ্যপাড়া এলাকার ৫০ টি পরিবার। অভিযোগ টানা বৃষ্টির ফলে ৫০ টির মতো পরিবারে ঘরে হাঁটু জল পরিস্থিতি। এমনকি জলমগ্ন হয়ে রয়েছে পাট, শাশা, লাউ সহ বিভিন্ন ফসলের ক্ষেত। এমনকি বাড়িতে জলমগ্ন থাকার কারণে বেশ কয়েকটি পরিবারের উনুন জ্বলেনি। অবশ্য এখন পর্যন্ত কোনো প্রশাসনিক ব্যক্তি তাদের খোঁজ না নেওয়ার ফলে ক্ষোভ ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুনঃ জল যন্ত্রণায় প্রবল সমস্যায় গয়েরকাটার বাসিন্দারা
এলাকাবাসীদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই এই অবস্থা বেশি বৃষ্টি হলে আরও সমস্যায় পড়তে পারেন তারা। এদিকে বুধবার সকাল থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে জেলাতে। মূর্তিতে( Murti) গত ২৪ ঘন্টায় মোট ৩৯.২ মি.মি ও ডায়নাতে ৬৮.৪ মি মি এবং নাগরাকাটা তে ৫১ মি মি বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। ফের আরো বৃষ্টি হবে বলে পূর্বাভাস রয়েছে জেলাতে।
Geetashree Mukherjee





