Jalpaiguri: জল যন্ত্রণায় প্রবল সমস্যায় গয়েরকাটার বাসিন্দারা

Last Updated:

জল যন্ত্রণায় জেরবার এলাকাবাসী। রাতভর বৃষ্টির কারণে জল জমে জলাধারের আকার ধারন করেছে বাড়ির উঠোনে। ছোটো শিশু থেকে শ্রমজীবী মানুষের কাজ কর্ম শিকেয়।

+
title=

জলপাইগুড়িঃ জল যন্ত্রণায় জেরবার এলাকাবাসী। রাতভর বৃষ্টির কারণে জল জমে জলাধারের আকার ধারন করেছে বাড়ির উঠোনে। ছোটো শিশু থেকে শ্রমজীবী মানুষের কাজ কর্ম শিকেয়। এমনটাই ছবি জেলার গয়েরকাটার সাকোয়াঝোরা ১ নং জিপির। বারংবার প্রশাসনকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলে ক্ষোভ এলাকাবাসীদের। এদিকে, বাড়ি থেকে বের হতে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এক হাঁটু জল অতিক্রান্ত করে গন্তব্যে পৌঁছতে হচ্ছে অনেককে। পানীয় জল এনে রান্না করা সবই যেন বন্ধ হয়ে পড়েছে।এ হেন পরিস্থিতিতে অনেকেই বাধ্য হয়ে বাড়ি ছেড়ে আত্মীয়স্বজনের বাড়িতে পালিয়ে যাচ্ছেন। এদিকে বর্ষার মাত্র সূচনাকাল এখন। এই সময়ই এই অবস্থা হলে আরো বর্ষা বেশি হলে কি হবে তা নিয়ে চিন্তায় এলাকাবাসী।
রাস্তার হাইড্রেন কাজ করে না। যার জেরে সমস্ত জল জমে রাস্তায়। খারাপ নিকাশী ব্যবস্থার জন্য টানা প্রতিবাদ এমনকি অবরোধ করলেও প্রশাসন কিছু করেনি বলে অভিযোগ। সাকোয়াঝোড়া ১নং গ্রাম পঞ্চায়েত এলাকার অজয় ঘোষ কলোনি এলাকার এক বাসিন্দা জানান, নিকাশি নালা না থাকার কারণে এই অবস্থার সম্মুখীন হতে হচ্ছে।
advertisement
advertisement
বাড়ির মধ্যে বন্দী হয়ে থাকতে হচ্ছে। বর্ষা তে হাঁটু জল ভেঙে রাস্তা পার হতে হচ্ছে। প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই। আমরা বার বার জানিয়েছি। এলাকাবাসীরা আরো অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় পঞ্চায়েত প্রশাসনকে জানানো সত্ত্বেও কোন ব্যবস্থা গ্রহণ করেনি। অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। পানীয় জল নেওয়া থেকে কাজে বের হওয়া যেন দূরহ হয়ে উঠছে।
advertisement
আরও পড়ুনঃ ডেঙ্গু কিছুটা নিয়ন্ত্রনে আসলেও ফের সংক্রমণ আটকাতে জোর মশা দমনে
গাড়ি চলাচলের ক্ষেত্রেও যে কোনো সময় দূর্ঘটনা হতে পারে। এ সব নিয়েই থাকতে হচ্ছে আমাদের। যদিও এই বিষয়ে সাকোয়াঝোড়া ১ নং জি পি র প্রধান বিনোদ ওরাও বলেন, আমি স্থানীয়দের দাবির কথা শুনেছি। হাইড্রান্ট না থাকায় এই সমস্যা হচ্ছে। প্রশাসন দেখছে বিষয় টি।
advertisement
Geetashree Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri: জল যন্ত্রণায় প্রবল সমস্যায় গয়েরকাটার বাসিন্দারা
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement